ট্রিপেল রেয়ার ক্যামেরা 4,050mAH য়ের ব্যাটারি যুক্ত LENOVO Z6 YOUTH EDITION লঞ্চ হল

Updated on 22-May-2019
HIGHLIGHTS

ডিভাইসে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে

4,050mAH ব্যাটারি যুক্ত

ফোনে স্ন্যাপড্র্যাগন 710 SoC আছে

আজকে চিনে লেনোভো একটি ইভেন্টে Lenovo Z6 Youth Edition স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি 1,099 Yuan (~$159) এই প্রাথমিক দামে লঞ্চ করেছে। আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 710 SoC আছে, আর সঙ্গে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর বড় ব্যাটারি আর ডুয়াল ফ্রিকুয়েন্সিভ GPS আছে।

Lenovo Z6 Youth Edition ফোনে আপনারা 6.3 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন আর এর টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হেয়ছে। আর এটি 1080×2340 পিক্সালের ফুল HD+রেজিলিউশানের ফোন। আর এই ফোনের ডিসপ্লে HDR10 সাপোর্ট যুক্ত।

Lenovo Z6 Youth Editionফোনে স্ন্যাপড্র্যাগন 710 চিপসেট দেওয়া হয়েছে আর এ ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে 4.050mAH য়ের ব্যাটারি আছে যা USB –C পোর্টের মাধ্যমে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Lenovo Z6 Youth Edition ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনে 16MP র প্রাইমারি ক্যামেরা,8MP র সেকেন্ডারি ক্যামেরা আর 5MP র তৃতীয় ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনে আপনারা অ্যান্ডেয়েড 9 পাই নির্ভর ZUI 11 পাবেন। আর এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম  4G VoLTE, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.0, GPS, USB-C আর 3.5mm অডিও জ্যাক আছে।

এই ডিভাইসে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন যা 1,099 Yuan (~$159)  দামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ কে 1,399 Yuan (~$202) দামে আসবে আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 Yuan (~$246) রাখা হয়েছে।

ভায়াঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :