LENOVO Z6 চিনে 4000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

LENOVO Z6 চিনে 4000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Lenovo Z6 ফোনটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে

চিনে এই ফোনের দাম CNY 1,899

এটি নিল রঙে কেনা যাবে

বেশ কিছুকাল ধরে একাধিক লিক আশার পরে এবার অবশেষে Lenovo Z6 ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটয়ি চিনে কোম্পানি তিনটি রেয়ার ক্যামেরা সঙ্গে লঞ্চ করেছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 730 প্রসেসার আছে।

এই ফোনটি চিনে Lenovo Z6 ইউথ এডিশান হিসাবে লঞ্চ করা হয়েছে। আর এই ফোন গুলি এবার Lenovo Z6 সিরিজের লেটেস্ট ডিভাইস হিসাবে এসেছে। কোম্পানি ইউজার্সদের জন্য তাদের এই নতুন ফোনটি নিল রঙে নিয়ে এসেছে।

Lenvo Z6 ফোনটির দাম

আমরা যদি এই নতুন ফোনটির দাম দেখি তবে প্রথমে বলে রাখি যে এই ফোনটি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর প্রাথমিক দাম YUAN 1,899 মানে 19,000 টাকা আর এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 2,099 YUAN আম্নে প্রায় 21,000 টাকা। আর এই ফোনটির হায়েস্ট ভেরিয়েন্ট 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের যার দাম 2,499 YUAN মানে প্রায় 25,000 টাকা।

Lenovo Z6 ফোনটির স্পেসিফিকেশান

Lenovo Z6 ফোনটিতে 6.39 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা সর্বাধিক 8GB র‍্যাম পাবেন। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা 24MP+8MP+5MP র ক্যামেরা যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

এই লেনোভোফোনে আপনারা 4,000mAH য়ের ব্যাটারি আছে আর যা একটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এই ফোনে আপনারা USB টাইপ C পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo