মনে করা হচ্ছে যে এই ডিভাইসে একটি বেজেল-লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে, তবে এর ঠিক উল্টোটা হয়েছে, এই ডিভাইসটি নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে
বহুদিনের আলোচনার পরে শেষ পর্যন্ত Lenovo Z5 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি চিনের বেজিং শহরে একটি ইভেন্টে লঞ্চ করা হয়। আর এটি একটি মিদ-রেঞ্জ স্মার্টফোন তবে এই ডিভাইসটি দেখে বেশ নিরাশা জন্মেছে। কারন বলা হয়েছিল যে এই ডিভাইসটি একটি বেজেল-লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে আর এটি থিন-বেজেল যুক্ত স্ক্রিন ছাড়া নচ ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
এই ফোনে একটি 6.2ইঞ্চির নচ যুক্ত ডিসপ্লে আছে আর এর ডিসপ্লে 2240×1080পিক্সাল যুক্ত। এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ধরনের বেশ কিছু স্মার্টফোন এই সময়ে বাজারে আছে, Lenovo Z5 স্মার্টফোনটিতে একটি মেটালিক ফ্রেম আর গ্লাস ব্যাকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 2.5D কার্ভড যুক্ত আর এটি গোরিলা গ্লাসের প্রোটেকশান যুক্ত। ফোনের রেয়ার প্যানেলে ব্ল্যাক, ব্লু আর ওরিও কালার অপশানে লঞ্চ করা হয়েছে।
এই ডিভাসিএ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এতে একটি 6GB র্যাম আছে আর এর স্টোরেজ 64GB আর এটি 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনের ব্যাকে ডুয়াল ক্যামেরা আছে যা 16 আর 8মেগাপিক্সালের কম্বো অফার করে। ফোনে একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে। আর এই ক্যামেরার AI ক্ষমতার সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Lenovo Z5 স্মার্টফোনটিতে একটি 3,300mAhয়ের ক্ষমতা যুক্ত ব্যাটারি দেওয়া হেয়ছে যা 18W চার্জারের সঙ্গে এসেছে। আর এছাড়া কোম্পানির তরফে বলা হয়েছে যে এটি 45দিনের স্ট্যান্ডবাই টাইম দেয় আর প্রায় যেকোন রকমের চার্জের সঙ্গে 30মিনিট পর্যন্ত টকটাইম দিতে পারে।
এবার আমরা এই ডিভাইসের দামের বিষয়টি দেখে নি এর 6GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত ফোনটির দাম RMB 1,399মানে ভারতীয় মুদ্রায় প্রায় 14,500টাকা আর এর 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,799মানে ভারতীয় মুদ্রায় প্রায় 18,500টাকা। আর এর সঙ্গে এর বেস ভেরিয়েন্টটির কথা যদি বলা হয় তবে তার দাম RMB 1,299 মানে ভারতীয় মুদ্রায় 13,500টাকা।