Lenovo Z5 Pro মোবাইল ফোনটি স্লাইডার ডিজাইন আর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

Lenovo Z5 Pro মোবাইল ফোনটি স্লাইডার ডিজাইন আর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Lenovo Z5 Pro ফোনটি স্লাইডার ডিজাইন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোড ক্যামেরা সেটআপ আর স্ন্যাপড্র্যাগন 710 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে

অফিসিয়ালি লেনোভো তাদের Lenovo Z5 Pro মোবাইল ফোনটি লঞ্চ করেছে, আর এই ডিভাইসটি গতবছর লঞ্চ করা Lenovo Z5 মোবাইল ফোনের পরের জেনারেশানের ফোন। আর আমরা যদি Lenovo Z5 Pro ফোনটির বিষয়ে দেখি তবে দেখা যাবে যে আমরা কিছুটা এরকমই সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi MI MIX 3 আর Honor Magic 2 মোবাইল ফোনে দেখেছি। আর এছাড়া এই ডিভাইসে আপনারা কাড ক্যামেরা সেটআপের সঙ্গে স্ন্যাপড্র্যাগন 710 মোবাইল প্ল্যাটফর্ম পাবেন। আর এই ডিভাইসটি এখন চিনে মাত্র 1,988 ইউয়ানে লঞ্চ করা হয়েছে।

Lenovo Z5 Pro মোবাইল ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এটি স্যামসাংয়ের তৈরি। আর এছাড়া এই ডিভাইসটি নচ লেস আর FHD+ রেজিলিউশান 2340×1080 পিক্সাল যুক্ত। আর এই ফোনটিতে ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 । আর এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে।

আর এই ফোনের প্রসেসার যদি দেখা যায় তবে এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আর 6GB র‍্যাম পাবেন আর এর সঙ্গে এটি 64GB আর 128GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনটির স্টোরেজ আপনারা এক্সপেন্ড করতে পারবেন না। আর এই ফোনে একটি 3,360mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।

এই ফোনটিতে যে স্লাইডার আছে তা আপনারা বেশ কিছু সেন্সারের সঙ্গে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, ইনফারেড সেন্সার ইনফারেড লাইট আর প্রক্সিমিটি সেন্সার যুক্ত। আর এই ফোনে একটি 16 মেগাপিক্সলাএর আর একটি 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে/ আর এই ফোনটি AI ক্ষমতা যুক্ত। আর এই ফোনে একটি 14 মেগাপিক্সল আর 16 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

আর এই ডিভাইসে আপনারা 64GB আর 128GB র স্টোরেজ অপশান আপ্নবেম আর এদের দাম যথাক্রমে 1,998 ইউয়ান আর 2,998 ইউয়ান। আর এই ফোনটি চিনে 11 নভেম্বর থেকে কেনা আজবে আর এটি আপনারা প্রি-অর্ডারও করতে পারবেন। আর এই ডিভাইসটি শুধু ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo