লেনোভো ফ্যাব 2 6.4 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ভারতে 6 ডিসেম্বরে হবে লঞ্চ
ভারতে লেনোভো ফ্যাব 2 স্মার্টফোন কে কাল লঞ্চ করা হবে. এছাড়া লেনোভো ফ্যাব 2 প্লাস স্মার্টফোন কে আগের মাসেই লঞ্চ করা হয়েছিল.
মোবাইল নির্মাতা সংস্থা লেনোভো ভারতে তার নতুন স্মার্টফোন লেনোভো ফ্যাব 2 কে কাল লঞ্চ করা হবে. এছাড়া লেনোভো ফ্যাব 2 প্লাস স্মার্টফোন কে আগের মাসেই লঞ্চ করা হয়েছিল.
বলে দি যে, লেনোভো ফ্যাব 2 স্মার্টফোন 6.4 ইঞ্চি ডিসপ্লে 720p রেজল্যুশন সঙ্গে আসবে. সঙ্গে এইটা একটি QHD ডিসপ্লে দেওয়া হবে. স্মার্টফোনে আপনি মিডিয়াটেক MT8735 চিপসেটের সঙ্গে পাবেন. সঙ্গে এতে 3GB RAM এবং 32GB স্টোরেজ পাবেন. সঙ্গে এইটা 13MP রিয়ার ক্যামেরা ও দেওয়া হবে. এছাড়া এতে একটি 4050mAh ধারণক্ষমতা ব্যাটারি দেওয়া.
আরও দেখুন : কবে রিলিজ হবে অ্যানড্রয়েড 7.1 'নৌগাট'? কী কী রয়েছে নতুন এই ভার্সনে?
এছাড়া আগের মাসে লঞ্চ হল লেনোভো’র নতুন ফ্যাবলেট লেনোভো ফ্যাব 2 প্লাস কে চালু করে. এই স্মার্টফোনের মুল্য Rs. 14,999 রাখা হয় এবং এই ফ্যাবলেট কে আপনি আমেজান ইন্ডিয়া’র মাধ্যমে নিতে পারেন. এছাড়া বলে দি যে এই স্মার্টফোন দুটি শ্যাম্পেন গোল্ড এবং গনমেটাল গ্রে রঙ্গে কিনতে পারেন.
লেনোভো ফ্যাব 2 প্লাস মেটাল ইউনিবডি’র সঙ্গে 6.4 ইঞ্চি FHD 2.5D কাবার্ড গ্লাস ডিসপ্লে 1080×1920 পিক্সেলের সঙ্গে পাবেন. সঙ্গে এটি একটি 2.5D কাবার্ড গ্লাস ডিসপ্লের সঙ্গে আসে. স্মার্টফোনে থাকছে 1.3GHz এর অক্টা-কোর মিডিয়াটেক MT8783 প্রসেসর এবং মালি T720 জিপিইউ ও পাওয়া যাবে, যা এই স্মার্টফোনের ব্যাক সাইডে দেওয়া থাকবে. লেনোভো ফ্যাব 2 প্লাস অ্যানড্রইড 6.0 মার্শমেলো তে কাজ করে এবং এই স্মার্টফোনে একটি 4050mAh ক্ষমতা ব্যাটারি দেওয়া হয়েছে.
ফ্যাব 2 প্লাস স্মার্টফোনে থাকছে 3GB RAM ও 32 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা আপনি 128 গিগাবাইট থেকে বৃদ্ধি করতে পারেন. এছাড়া ফ্ল্যাশ সঙ্গে 13MP অটোফোকাস লেজার ক্যামেরা সেটআপ ডুয়াল টন ফ্ল্যাশ এর সঙ্গে পাওয়া যাবে. সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকছে. এছাড়া হাইব্রিড ডুয়াল সিম 4 জি LTE, ওয়াই ফাই 802.11 খ / জি / এন, ব্লুটুথ 4.0, জিপিএস এবং ডলবি এটমস এর স্পিকার দেওয়া হয়েছে.
আরও দেখুন : স্ন্যাপডিল নিয়ে আসল অনবক্সিং ক্যাশ-ফ্রি সেল, দিচ্ছে 70% পর্যন্ত ডিসকাউন্ট
আরও দেখুন : আজ ভারতীয় বাজারে লঞ্চ হবে LG V20 স্মার্টফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile