লেনোভো তার 6.4 ইঞ্চি ডিসপ্লের ফ্যাবলেট ফ্যাব 2 প্লাস কে ভারতে 8 নভেম্বর লঞ্চ করতে পারে এমনটি আশা করা হচ্ছে. লেনোভো তার জন্য মিডিয়া ইনভাইট ও পাঠানো শুরু করে দিয়েছে. আশা করা হচ্ছে যে এই ডিভাইসে কে শুধুমাত্র আমাজন ইন্ডিয়া তে বিক্রয়ের জন্য উপলব্ধ করা হবে. লেনোভো এর আগে গত বছর অক্টোবর মাসে তার লেনোভো ফ্যাব প্লাস স্মার্টফোন কে লঞ্চ করে ছিল, যার মুল্য 18,490 টাকা রাখা হয়.
আরও দেখুন : ৩১ ডিসেম্বরের পরে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ!
স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক৷ লেনোভো ফ্যাব ২ প্রো-তে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে৷ বোঝাই যাচ্ছে, এটি একটি ফ্যাবলেট৷ অর্থাৎ, স্মার্টফোন ও ট্যাবলেটের সংমিশ্রণ৷ অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র্যাম৷ সঙ্গে ৪০৫০ এমএএইচ ব্যাটারি৷ এই হ্যান্ডসেটে সবমিলিয়ে মোট ক্যামেরা রয়েছে৷ ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের রিয়ার আরজিবি ক্যামেরা, একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা এবং একটি মোশন ট্র্যাকিং ক্যামেরা৷ ফ্যাব ২ প্রো হ্যান্ডসেটে ৩৬০ ডিগ্রি, ফোর-কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব৷ নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার৷ এই স্মার্টফোন কে আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন৷ এর মুল্য এখানে $ 499 দেওয়া হয়, যা ভারতীয় মূল্যে প্রায় Rs. 33,300.
অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভেরিয়েবল রিলাকট্যান্স সেন্সর (ভিআর)-এর সাহায্যে একজন ইউজার তাঁর চারপাশে এক কৃত্রিম জগৎ অনুভব করতে পারবেন৷ গুগল ট্যাঙ্গো সেই কাজকে আরও সহজ করে দেবে৷ ঘরের ভিতরে বসে গেম খেলতে খেলতে আপনি অনুভব করতে পারেন যেন আপনি মাঠে নেমেই খেলছেন৷ ই-কমার্স সাইট থেকে যে কোনও প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টটি আপনার ঘরের ঠিক কোন জায়গায় বসানো যাবে-সেটি আগে থেকে দেখে নিতে পারবেন৷
আরও দেখুন : মেটাল বডি দিয়ে সাজানো সাওমি রেডমি 4 স্মার্টফোন 4 নভেম্বর হবে চালু
আরও দেখুন : মাইক্রোম্যাক্সের ক্যানভাস স্পার্ক 4G স্মার্টফোন লঞ্চ, দাম 4,999 টাকা