Lenovo P2 3GB র‍্যামের ওপর বিশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Lenovo P2 3GB র‍্যামের ওপর বিশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড আর গ্র্যাফাইট গ্রে কালারে পাওয়া যাচ্ছে

Lenovo P2 এর 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের ওপর অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট 23%’র ডিস্কাউন্ট দিচ্ছে। এর আসল দাম Rs. 16,999, কিন্তু এবার এই ডিস্কাউন্টের পরে এটি মাত্র Rs. 12,999 দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড আর গ্র্যাফাইট গ্রে কালারে পাওয়া যাচ্ছে।

এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD (1920 x 1080p) AMOLED ডিসপ্লে আছে। এই ডিভাইসে 2.0GHZ অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625প্রসেসার আছে। এই ডিভাইসটি 3GB/4GB র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 128GB অব্দি বাড়ানো যায়।

এই ডিভাইসে 5,100mAH এর নন রিমুভেবেল ব্যাটারি আছে। এই স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এর ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সালের। এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo