Lenovo P2 ফোনটির দাম Rs. 3500 কমে গেছে

Updated on 13-Jul-2017
HIGHLIGHTS

Lenovo P2 শুধু অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Lenovo P2 ভারতে জানুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটির দাম Rs. 3500  কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম Rs. 13499, এর দাম আগে ছিল Rs. 16999 আবার এই ফোনের 4GB ভেরিয়েন্টের দাম Rs. 15499 যা আগে ছিল Rs. 17999। এটি ফ্লিপকার্টে শ্যাম্পেন গোল্ড আর গ্রাফাইট গ্রে কালারে সেলের জন্য পাওয়া যাবে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.17,999 টাকায় Lenovo P2 (Grey/Graphite Grey, 32 GB) (3 GB RAM)

এই ডিভাইসে ফুল HD (1920 x 1080p) AMOLED ডিসপ্লে আছে। এই ডিভাইসটি 2.0GHZ অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার যুক্ত। এটি 3GB/4GB র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB যা 128GB অব্দি বাড়ানো সম্ভব।

এই ডিভাইসে 5,100mAH এর নন রিমুভেবেল ব্যাটারি আছে। এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সালের আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। 

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.17,999 টাকায় Lenovo P2 (Grey/Graphite Grey, 32 GB) (3 GB RAM)

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Connect On :