Lenovo Moto Z2 Force এ 3.5mm অডিও জ্যাক থাকবে
Moto Z2 Force এ Moto G5 এর মতনই ফ্রন্ট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
Lenovo র মোবাইল নির্মাতা কোম্পানি Motorola র স্মার্টফোন Moto Z2 Force তে 3.5mm অডিও জ্যাক ফিরে আসছে. অ্যান্ড্রয়েড অথরিটি ওয়েবসাইট অনুসারে এই স্মার্টফোনটি আগের থেকে পাতলা হবে. এই মোবাইলের থিকনেস 5.99mm হবে.
এর আগের স্মার্টফোন Moto Z আর Z Force এর থিকনেস ছিল 5.2mm আর 7mm, তবে মোটো এই ডিভাইস গুলিতে 3.5mm অডিও জ্যাক সরিয়ে দিয়েছিল. Moto Z2 Force এ Moto G5 এর মতনই ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে.
এছাড়া এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে. মনে করা হচ্ছে যে এ ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে. এই ডিভাইসে 5.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে. কোম্পানি এখন তাদের সব থেকে সস্তা স্মার্টফোন Moto C র ওপর কাজ করছে.
আরো দেখুন: জিও এবার নিজেদের কিছু বিশেষ ইউজার্সদের ফ্রিতে 168GB 4G ডাটা দিচ্ছে
মনে করা হছে যে Moto C স্মার্টফোন কোম্পানির এখনও অব্দি সব থেকে সস্তা স্মার্টফোন হবে. এই সিরিজে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে. এই স্মার্টফোন দুটিকে Moto C আর Moto C Plus নাম দেওয়া হয়েছে.
আরো দেখুন: Xiaomi Mi 6 স্মার্টফোন 6GB র্যাম আর স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের সঙ্গে লঞ্চ হল
আরো দেখুন: এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile