Lenovo Moto Z2 Force এ 3.5mm অডিও জ্যাক থাকবে

Lenovo Moto Z2 Force এ 3.5mm অডিও জ্যাক থাকবে
HIGHLIGHTS

Moto Z2 Force এ Moto G5 এর মতনই ফ্রন্ট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

Lenovo র মোবাইল নির্মাতা কোম্পানি Motorola র স্মার্টফোন Moto Z2 Force তে 3.5mm অডিও জ্যাক ফিরে আসছে. অ্যান্ড্রয়েড অথরিটি ওয়েবসাইট অনুসারে এই স্মার্টফোনটি আগের থেকে পাতলা হবে. এই মোবাইলের থিকনেস 5.99mm হবে.

এর আগের স্মার্টফোন Moto Z আর Z Force এর থিকনেস ছিল 5.2mm আর 7mm, তবে মোটো এই ডিভাইস গুলিতে 3.5mm অডিও জ্যাক সরিয়ে দিয়েছিল. Moto Z2 Force এ Moto G5 এর মতনই ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে.

এছাড়া এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে. মনে করা হচ্ছে যে এ ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে. এই ডিভাইসে 5.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে. কোম্পানি এখন তাদের সব থেকে সস্তা স্মার্টফোন Moto C র ওপর কাজ করছে.

আরো দেখুন: জিও এবার নিজেদের কিছু বিশেষ ইউজার্সদের ফ্রিতে 168GB 4G ডাটা দিচ্ছে

মনে করা হছে যে Moto C স্মার্টফোন কোম্পানির এখনও অব্দি সব থেকে সস্তা স্মার্টফোন হবে. এই সিরিজে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে. এই স্মার্টফোন দুটিকে Moto C আর Moto C Plus নাম দেওয়া হয়েছে.

আরো দেখুন: Xiaomi Mi 6 স্মার্টফোন 6GB র্যাম আর স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের সঙ্গে লঞ্চ হল

আরো দেখুন: এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে

 

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo