কম বাজেটের ফোন বাজারে নিয়ে এল লেনোভো A6600 স্মার্টফোন

Updated on 02-Sep-2016
HIGHLIGHTS

এর পাশাপাশি, লেনোভো দ্রুতই Z2Plus স্মার্টফোন ভারতে আনছে৷ টুইটারে এমনটাই জানিয়েছে সংস্থাটি৷ নয়া মডেলে চিনা Zuk Z2 হ্যান্ডসেটের বৈশিষ্ট্যগুলি থাকতে পারে৷

মোবাইল নির্মাতা কোম্পানি লেনোভো ভারতে নিয়ে এল তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন A6600৷ এমনই খবর ফোন রেডারের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে৷ রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফোনটির দাম ৬,৯৯৯ টাকা৷ যদিও লেনোভোর পক্ষ থেকে এখনও এই স্মার্টফোন সম্পর্কে কোন ঘোষণা করা হয়নি৷

আরও দেখুন : ১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

লেনোভোর এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ ১Ghz মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর সঙ্গে ১GB র‍্যাম৷ ১৬GB ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২GB স্টোরেজ থাকছে ফোনটিতে৷

এর পাশাপাশি, লেনোভো দ্রুতই Z2Plus স্মার্টফোন ভারতে আনছে৷ টুইটারে এমনটাই জানিয়েছে সংস্থাটি৷ নতুন মডেলে চিনা Zuk Z2 হ্যান্ডসেটের বৈশিষ্ট্যগুলি থাকতে পারে৷

Zuk Z2 ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে৷ ১০৮০x১৯২০ রেজোলিউশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ৷ এছাড়াও ডুয়াল ন্যানো সিম এবং ১৩ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ সহ ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে৷

আরও দেখুন : ইনটেক্স একোয়া 4.5 3G স্মার্টফোন লঞ্চ, মূল্য Rs.3,899

আরও দেখুন : রিলায়েন্স Jio এর 4G প্ল্যান এর মূল্য থেকে উঠলো পর্দা : জানুন এই 5 টি প্রধান ঘোষণা

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :