বাজারে ইউনিক ফিচার সহ তিনটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল লেনোভো

Updated on 13-Sep-2016
HIGHLIGHTS

লেনোভো A6600, A6600 প্লাস এবং A7700 কে চালু করলো এবং এর মূল্য Rs. 6,999 থেকে শুরু হয়.

নতুন এক ঝাঁক স্মার্টফোন নিয়ে বাজার মাতাতে হাজির চিনা মোবাইল সংস্থা লেনোভো৷ অত্যাধুনিক ফিচার্স যুক্ত এই স্মার্টফোনগুলির দাম বাজেট সাধ্যের নাগালেই৷ লেনোভো A সিরিজের লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনগুলি হল Lenovo A6600, A6600 Plus এবং A7700৷

আরও দেখুন : Zen এডমায়র স্টার অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর সং লঞ্চ, মুল্য Rs.3,290

Lenovo A6600 ও A6600 Plus ফোন দু’টির দাম ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা৷ আপাতত ম্যাট ফিনিশ সাদা এবং কালো রঙে মিলছে এই দুই ফোন৷ অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ পাশাপাশি ফোন দু’টিতে রয়েছে ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যাম৷ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজও থাকছে  ফোনটিতে৷ পাশাপাশি, ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷

অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের A7700 স্মার্টফোনটিও লেনোভো A সিরিজের অপর এক আকর্ষণ৷ ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন, ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷ এই ঝকঝকে ফোনটির দাম ধার্য করা হয়েছে ৮,৫৪০ টাকা৷

আরও দেখুন : নতুন ফিচার নিয়ে ভারতের বাজারে প্রস্তুত হলো Galaxy J7 Prime

আরও দেখুন : সাওমি রেডমি নোট 4 চায়না তে হলো লঞ্চ, 4100 ব্যাটারি দিয়ে হবে সজ্জিত

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :