লেনোভো A6600, A6600 প্লাস এবং A7700 কে চালু করলো এবং এর মূল্য Rs. 6,999 থেকে শুরু হয়.
নতুন এক ঝাঁক স্মার্টফোন নিয়ে বাজার মাতাতে হাজির চিনা মোবাইল সংস্থা লেনোভো৷ অত্যাধুনিক ফিচার্স যুক্ত এই স্মার্টফোনগুলির দাম বাজেট সাধ্যের নাগালেই৷ লেনোভো A সিরিজের লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনগুলি হল Lenovo A6600, A6600 Plus এবং A7700৷
Lenovo A6600 ও A6600 Plus ফোন দু’টির দাম ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা৷ আপাতত ম্যাট ফিনিশ সাদা এবং কালো রঙে মিলছে এই দুই ফোন৷ অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ পাশাপাশি ফোন দু’টিতে রয়েছে ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যাম৷ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজও থাকছে ফোনটিতে৷ পাশাপাশি, ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷
অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের A7700 স্মার্টফোনটিও লেনোভো A সিরিজের অপর এক আকর্ষণ৷ ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন, ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷ এই ঝকঝকে ফোনটির দাম ধার্য করা হয়েছে ৮,৫৪০ টাকা৷