Lenovo K8 স্মার্টফোনটি 4000mAh ব্যাটারি আর অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হল, দাম Rs 10,499

Lenovo K8 স্মার্টফোনটি 4000mAh ব্যাটারি আর অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হল, দাম Rs 10,499
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি স্টক অ্যান্ড্রয়েড নৌগাটে চলে, এই ডিভাইসটি ভেনাম ব্ল্যাক আর ফাইন গোল্ড অপশানে পাওয়া যাচ্ছে আর এটি শুধু অফলাইনেই পাওয়া যাবে

Lenovo তাদের K8 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে, যা K8 সিরিজের দ্বিতীয় ভেরিয়েন্ট। Lenovo K8 এর আগে লঞ্চ হওয়া K8 Note আর K8 Plus এর দাম এই স্মার্টফোনটির থেকে একটু বেশি। এই ডিভাইসটির দাম Rs 10,499 আর এটি অফলাইন স্টোরে পাওয়া যাবে।
এই স্মার্টফোনটি আগের দুটি ফোন K8 Note আর K8 Plus এর মতনই ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। Lenovo K8 ফোনটিতে 5.2  ইঞ্চির HD স্ক্রিন এর সঙ্গে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে 2.3 Ghz মিডিয়াটেক হেলিও P20 অক্টা-কোর প্ল্যাটফর্ম যুক্ত আর এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর একটি ভেরিয়েন্টে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে এর অন্য ভেরিয়েন্টটিতে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। 

এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যে অটোফোকাস আর LED ফ্ল্যাশ যুক্ত আর এর ফ্রন্টে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। K8 স্মার্টফোনটি স্টক অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে চলে আর এতে 4000mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসে ডল্বি অ্যাটমস অডিও আছে আর K8 Note ও K8 Plus এর মতন এর ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্লুটুথ, GPS, 4G VoLTE, ডুয়াল-সিম, Wi-Fi আর চার্জিং এর জন্য USB পোর্ট দেওয়া হয়েছে।
 
আগে লঞ্চ হওয়া Lenovo k8 plus এর দাম Rs 10,999। স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এটি অ্যান্ড্রয়েড নৌগাটে চলে। কোম্পানি K8 Note আর K8 Plus এর জন্য অ্যান্ড্রয়েড ওরিওর আপডেটের দাবি করেছে। তবে, এখনও এটা জানা যায় নি, যে K8ও এই আপডেট পাবে কিনা। 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo