আজ ভারতে লঞ্চ হবে নতুন Lenovo K6 Power স্মার্টফোন

Updated on 29-Nov-2016
HIGHLIGHTS

লেনোভো আজ ভারতে তার ব্যাটারি ভিত্তিক স্মার্টফোন K6 পাওয়ার কে লঞ্চ করবে. আজ নয়া দিল্লিতে একটি ইভেন্ট এর মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷

লেনোভো আজ ভারতে তার ব্যাটারি ভিত্তিক স্মার্টফোন K6 পাওয়ার কে লঞ্চ করবে. আজ নয়া দিল্লিতে একটি ইভেন্ট এর মাধ্যমে আজ দুপুর 2.30 নাগাদ আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷ এছাড়াও আপনি এই ইভেন্ট কে লাইভ দেখতে পারেন. আপনি এই ইভেন্ট কে আপনি লাইভ এখানে দেখতে পারেন.

আরও দেখুন : 3G ফোনে মিলবে 4G নেট, এই অ্যাপ এর মাধ্যমে

লেনোভো মোবাইলের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “লেনোভো দেশের প্রথম সারির অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড৷ যাঁরা অনলাইনে স্মার্টফোন কেনেন, তাঁদের প্রতি চারজনের মধ্যে একজন লেনোভো অথবা মোটোরোলা স্মার্টফোন বেছে নেন৷ জনপ্রিয় ‘কে’ সিরিজের নতুন ফোন আনতে ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা আরও একবার বাজারের সেরা হতে চাই৷”

এবার আসা যাক, লেনোভোর নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনে৷ 5 ইঞ্চির ফুল এইচডি-র আইপিএস ডিসপ্লে, রেজোলিউশন 1920×1080 পিক্সেল৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে একটি অ্যাড্রিনো 505 GPU ক্লাবড৷ 2GB র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 3 GB র‍্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ- দু’রকম ভেরিয়েন্টের হ্যান্ডসেট বাজারে আসছে৷

ক্যামেরার প্রসঙ্গে আসা যাক, 16 মেগাপিক্সেল রিয়ার ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অপশন নিয়ে আসছে K6 Power, সঙ্গে রিয়ার ফ্ল্যাশ৷ 4000 mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্টেড ফোর-জি স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে৷

আরও দেখুন : ভারতীয় বাজারে লঞ্চ হল HTC-র ডিজায়ার 10 প্রো এবং HTC 10 Evo স্মার্টফোন্স

আরও দেখুন : জিওকে টেক্কা, 18GB 3G/4G ডেটা এয়ারটেল দিচ্ছে এত কম টাকায়!

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :