লেনোভো আজ ভারতে তার ব্যাটারি ভিত্তিক স্মার্টফোন K6 পাওয়ার কে লঞ্চ করবে. আজ নয়া দিল্লিতে একটি ইভেন্ট এর মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷
লেনোভো আজ ভারতে তার ব্যাটারি ভিত্তিক স্মার্টফোন K6 পাওয়ার কে লঞ্চ করবে. আজ নয়া দিল্লিতে একটি ইভেন্ট এর মাধ্যমে আজ দুপুর 2.30 নাগাদ আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷ এছাড়াও আপনি এই ইভেন্ট কে লাইভ দেখতে পারেন. আপনি এই ইভেন্ট কে আপনি লাইভ এখানে দেখতে পারেন.
লেনোভো মোবাইলের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “লেনোভো দেশের প্রথম সারির অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড৷ যাঁরা অনলাইনে স্মার্টফোন কেনেন, তাঁদের প্রতি চারজনের মধ্যে একজন লেনোভো অথবা মোটোরোলা স্মার্টফোন বেছে নেন৷ জনপ্রিয় ‘কে’ সিরিজের নতুন ফোন আনতে ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা আরও একবার বাজারের সেরা হতে চাই৷”
এবার আসা যাক, লেনোভোর নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনে৷ 5 ইঞ্চির ফুল এইচডি-র আইপিএস ডিসপ্লে, রেজোলিউশন 1920×1080 পিক্সেল৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে একটি অ্যাড্রিনো 505 GPU ক্লাবড৷ 2GB র্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 3 GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ- দু’রকম ভেরিয়েন্টের হ্যান্ডসেট বাজারে আসছে৷
ক্যামেরার প্রসঙ্গে আসা যাক, 16 মেগাপিক্সেল রিয়ার ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অপশন নিয়ে আসছে K6 Power, সঙ্গে রিয়ার ফ্ল্যাশ৷ 4000 mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্টেড ফোর-জি স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে৷