পরিশেষে লেনোভো তার নতুন স্মার্টফোন K6 পাওয়ার কে ভারতীয় বাজারে চালু করে. এই স্মার্টফোন কে আপনি 6 ডিসেম্বর থেকে ফ্লিপ্কার্ট থেকে এক্সক্লুসিভলি কিনতে পারেন. এই স্মার্টফোনের সরাসরি সঙ্ঘাত ভারতীয় বাজারে আগে থেকে উপস্থিত সাওমি’র রেডমি নোট 3 এর সঙ্গে হবে. স্মার্টফোনের বাজারে এই ফোন কে বেশ পছন্দ করা হচ্ছে. লেনোভো K6 পাওয়ার স্মার্টফোন কে Rs.9999 দামে লঞ্চ করা হয়েছে.
আরও দেখুন : ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর পর ফ্রি ‘হ্যাপি নিউ ইয়ার অফার’ বাজারে নিয়ে এল জিও
এই স্মার্টফোন কে সবচেয় প্রথম IFA 2016-এ দেখা গিয়াছিল. এই ফোনে 5 ইঞ্চি FHD ডিসপ্লে পাওয়া যাচ্ছে যা একটি IPS প্যানেল. সঙ্গে এই ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 চিপসেট উপস্থিত রয়েছে যার ক্লক স্পিড 1.4GHz. ফোন গ্রাফিক্স এর জন্য অ্যাড্রিনো 505 জিপিইউ ও দেওয়া রয়েছে. এছাড়া এতে 3 গিগাবাইট র্যাম ও 32 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে.
এই ফোনের ক্যামেরা সম্পর্কে আসা যাক, ফোনে 13MP সোনি IMX258 ইমেজ সেন্সর, PDAF এবং LED ফ্ল্যাশ সঙ্গে দেওয়া হয়. সঙ্গে এতে একটি 8MP’র সোনি ইমেজ সেন্সর ও উপস্থিত রয়েছে, যার মাধ্যমে আপনি ভাল সেলফি নিতে পারেন. এর সঙ্গে এর ক্যামেরা কে ভাইব শট ও দেওয়া হয়েছে.
এছাড়া এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে. সঙ্গে ওয়াই-ফাই 802.11 b / g / n, ব্লুটুথ 4.1, GPS এর সঙ্গে A-GPS ও এতে উপস্থিত রয়েছে. বালা হচ্ছে যে ফোনে 4000mAh ক্ষমতার একটি ব্যাটারি রয়েছে. ফোন কে তিনটি রঙ্গে সিলভার,গোল্ড এবং ডার্ক গ্রে তে নিতে পারেন.
আরও দেখুন : মিজু প্রো 6 প্লাস স্মার্টফোন বাজারে লঞ্চ
আরও দেখুন : লেনোভো টিজর এর দ্বারা জানান ভারতে শীঘ্রই লঞ্চ হবে মোটো M