টিজর দ্বারা নিশ্চিত হলো 4GB Ram এর সঙ্গে 1 আগস্ট লঞ্চ করা হবে লেনোভো বাইব কী K5 নোট
লেনোভোর নতুন স্মার্টফোন বাইব K5 নোট তে 4GB Ram থাকার কথা হচ্ছে। এর সাথে এই স্মার্টফোনটা কে কিছু দিন বাদে 1 আগস্ট লঞ্চ করা হবে.
যেমন কি আমরা সবাই আগে থেকে জানি যে এই স্মার্টফোন কে 1 আগস্ট তে লঞ্চ করা হবে, কিন্তু এটি লঞ্চ এর প্রায় 1 সপ্তাহে আগে লেনোভো ইন্ডিয়া টুইট করে এই স্মার্টফোন কে আরেকবার স্পটলাইটে এনে দিয়েছে। লেনোভোর এই টুইট এ বলা হয়েছে যে স্মার্টফোনটি কে 4GB Ram এর শোনে লঞ্চ করা হবে. এর আগে এই স্মার্টফোন 2GB Ram এর সাথে লঞ্চ হবার ছিল. এ ছাড়া এটির ভারতীয় ভেরিয়েন্টস এ চীন এর ভিরিয়েন্টস বৈকল্পিক প্রাক্কালে কিছু পরিবর্তন হতে পারে। চীন এ এই স্মার্টফোন এর মূল্য Rs.11.300 রাখা হয়েছে।
With so much RAM at your disposal, the only thing you'll worry about on the #KillerNote5 is running out of apps.https://t.co/zZLBI7HCju
— Lenovo India (@Lenovo_in) July 22, 2016
আরও দেখুন : কিছুক্ষন বেবহার করার পর কি আপনার স্মার্টফোন গরম হয়ে যায়? জেনে নিন কী করবেন
What type of multitasker are you? Find out. Answer the question below with #KillerNote5 & win cool earphones. pic.twitter.com/pseFxmMIat
— Lenovo India (@Lenovo_in) July 23, 2016
এই স্মার্টফোন এ 5.5 ইঞ্চি এর FHD LTPS ডিসপ্লে সাথে 13MP র মেনে এবং 8MP র সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। এছাড়া এই ফোন এ 3500mAh ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া এতে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাচ্ছেন, যেটা স্মার্টফোন এর পিছনে দেওয়া।
You don't have to worry about a 'house-full' when you have the best seat in the house. The #KillerNote5 is coming. pic.twitter.com/MmowJKRV56
— Lenovo India (@Lenovo_in) July 15, 2016
এছাড়া ফোন এ মিডিয়াটেক এর হেলিও P10 প্রসেসর দেওয়া আছে. কিন্তু এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এ 3GB Ram দেওয়া সঙ্গে এতে 16GB র এক্সপেন্ডেবল স্টোরেজ ও দেওয়া রয়েছে।
আরও দেখুন : অ্যান্ড্রয়েড এর জন্য প্রিজমা অ্যাপ্লিকেশন অফিসিয়ালভাবে উপলব্ধ, গুগল প্লে স্টোর থেকে করুন ডাউনলোড
আরও দেখুন : হোয়াটস অ্যাপে আসতে চলেছে আরও ১০টি দারুন ফিচার্স
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile