Apple iPhone -এর ক্লাস আলাদা। এটা মানতেই হবে। আর ক্লাস বলেই না তার দাম এত বেশি! কিন্তু অত দাম দিয়ে কতজনই বা আর iPhone কিনতে পারেন। ইচ্ছেটা ইচ্ছেই থেকে যায়। তবে আজকাল বাজারে এমন অনেক ফোন কিনতে পাওয়া যায় যেগুলোকে দেখতে অনেকটাই আইফোনের মতো। কিন্তু যতই হোক, আইফোন, আইফোনই। খানিকটা দেখতে আর পুরো দেখতে তো তফাৎ থাকবেই! তাই না? এবার আর অল্প স্বল্প দেখতে নয়, এমন এক ফোনের খোঁজ মিলল যা আইফোনের যমজ ভাই! রূপে গুনে হুবহু মিল। যেন একেবারে Apple -এর iPhone।
LeEco হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের একটি ফোন বাজারে এসেছে। নাম LeEco S1 Pro। আর এই ফোনটাকেই হুবহু iPhone -এর মতো দেখতে। আর এই ফোনকে যে কেবলই আইফোনের মতো দেখতে সেটা নয়, তাতে এমন একাধিক দারুন ফিচার আছে যা আইফোনের মতোই। ফলে গুণের দিক থেকেও এই ফোন বেশ খানিকটা আইফোনের মতোই।
চিনেই এখন এই ফোনটি, অর্থাৎ LeEco S1 Pro কিনতে পারা যাচ্ছে। প্রিঅর্ডার করা যাচ্ছে ফোনটি। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। চিনের বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে CNY 899 যা ভারতীয় মূল্যে প্রায় 10,900 টাকা। আর সেখানে iPhone 14 Pro -এর দাম 1,29,900 টাকা! ফলে আকাশ পাতাল তফাৎ দামে যে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু দামে এতটা তফাৎ হলেও 11,000 টাকা কমেই আপনি iPhone সদৃশ ফোনটা যে পেয়ে যাবেন!
6.1 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে এই ফোনে। জানা গিয়েছে গ্রাহকরা এই ফোনে বিভিন্ন ধরনের রেজোলিউশন এবং রিফ্রেশ রেট মিলবে। এই ফোনের ডিসপ্লেতে থাকবে 720X1600 পিক্সেল -এর রেজোলিউশন। 12nm Zhanrui T7510 প্রসেসর রয়েছে এই ফোনে। আপাতত এই ফোনটি কেবলই চিনে পাওয়া যাচ্ছে। সেই বাজারের জন্য তৈরি করা হয়েছে ফোনটি। এই ফোনে সেখানকার গ্রাহকরা পেয়ে যাবেন Huawei -এর মোবাইল সার্ভিস। Google মোবাইল সার্ভিস সেই ফোনে উপলব্ধ ছিল না।
এই ফোনের রিয়ার প্যানেলে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলোকে একদমই iPhone -এর মতোই দেখতে। প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের সেন্সর। 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য। 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। iPhone 14 Pro -তে আছে 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা।