ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে নতুন হ্যান্ডসেটে৷ সঙ্গে থাকতে পারে 4 বা 6GB র্যাম.
দুটি সংস্থার যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন৷ যার দাম মধ্যবিত্তের পকেটের উপর একটুও চাপ ফেলবে না৷ আর এই স্মার্টফোনের সবথেকে বড় ফিচার হতে চলেছে তার র্যাম ও প্রসেসর৷ প্রযুক্তিগত ভাষায়, ‘হেভি ইউজার’দের কথা মাথায় রেখেই বাজারে আসছে এই নয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷
লেইকো ও কুলপ্যাড- দুই সংস্থার যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলেছে Cool সিরিজের পরবর্তী স্মার্টফোনটি৷ এর আগে আগস্টে Cool1 Dual স্মার্টফোনটি চিনে মুক্তি পেয়েছিল৷ ওই সিরিজেরই পরবর্তী স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করে দিয়েছে একটি ওয়েবসাইট৷ ‘গিজমো চায়না’ জানিয়েছে, 5.5 ইঞ্চির ওই নতুন স্মার্টফোনের থাকবে 2.35 গিগাহার্ৎজের স্ন্যাপড্রাগন 821 প্রসেসর৷ সঙ্গে 4 বা 6 GB র্যাম৷ 32, 64 ও 128GB ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটির তিনটি ভেরিয়েন্ট রিলিজ করা হবে৷
এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে৷ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে নয়া হ্যান্ডসেটে৷ 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফির জন্য 8MP-র ফ্রন্ট ক্যামেরা৷ ব্যাটারিও বেশ শক্তিশালী, 4000mAh৷ অনুমান, নয়া হ্যান্ডসেটটির ডিজাইন Le Pro 3-এর মতো হতে পারে৷ বডিতে মেটাল ফিনিশ থাকার দরুন নয়া হ্যান্ডসেটটি দেখতেও দুর্দান্ত হবে, এমনটা আশা করা যায়৷ একইসঙ্গে, দামও যথাসম্ভব কম রেখে প্রস্তুতকারক সংস্থা চায় আরও বেশি হ্যান্ডসেট এ দেশে বিক্রি করতে৷