বাজারে আসছে 6GB র‍্যা যুক্ত স্মার্টফোন

বাজারে আসছে 6GB র‍্যা যুক্ত স্মার্টফোন
HIGHLIGHTS

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে নতুন হ্যান্ডসেটে৷ সঙ্গে থাকতে পারে 4 বা 6GB র‍্যাম.

দুটি সংস্থার যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন৷ যার দাম মধ্যবিত্তের পকেটের উপর একটুও চাপ ফেলবে না৷ আর এই স্মার্টফোনের সবথেকে বড় ফিচার হতে চলেছে তার র‍্যাম ও প্রসেসর৷ প্রযুক্তিগত ভাষায়, ‘হেভি ইউজার’দের কথা মাথায় রেখেই বাজারে আসছে এই নয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷

আরও দেখুন : এবার বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে JIO-র 9টি সিম

লেইকো ও কুলপ্যাড- দুই সংস্থার যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলেছে Cool সিরিজের পরবর্তী স্মার্টফোনটি৷ এর আগে আগস্টে Cool1 Dual স্মার্টফোনটি চিনে মুক্তি পেয়েছিল৷ ওই সিরিজেরই পরবর্তী স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করে দিয়েছে একটি ওয়েবসাইট৷ ‘গিজমো চায়না’ জানিয়েছে, 5.5 ইঞ্চির ওই নতুন স্মার্টফোনের থাকবে 2.35 গিগাহার্ৎজের স্ন্যাপড্রাগন 821 প্রসেসর৷ সঙ্গে 4 বা 6 GB র‍্যাম৷ 32, 64 ও 128GB ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটির তিনটি ভেরিয়েন্ট রিলিজ করা হবে৷

এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে৷ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে নয়া হ্যান্ডসেটে৷ 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফির জন্য 8MP-র ফ্রন্ট ক্যামেরা৷ ব্যাটারিও বেশ শক্তিশালী, 4000mAh৷ অনুমান, নয়া হ্যান্ডসেটটির ডিজাইন Le Pro 3-এর মতো হতে পারে৷ বডিতে মেটাল ফিনিশ থাকার দরুন নয়া হ্যান্ডসেটটি দেখতেও দুর্দান্ত হবে, এমনটা আশা করা যায়৷ একইসঙ্গে, দামও যথাসম্ভব কম রেখে প্রস্তুতকারক সংস্থা চায় আরও বেশি হ্যান্ডসেট এ দেশে বিক্রি করতে৷

আরও দেখুন : হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন? সাবধান! ওই ফাঁদে পা দেবেন না

আরও দেখুন : মাত্র 17 টাকায় 1GB ডেটা দিছে এয়ারটেল

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo