Gionee M7 Plus এর লিক ছবি থেকে ইউনিভিজাম ডিসপ্লের উন্মোচন হল

Updated on 07-Nov-2017
HIGHLIGHTS

Gionee M7 Plus ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর ইউনিভিজাম ডিসপ্লে থাকবে

জিওনির পরবর্তী স্মার্টফোন M7 Plus এর ছবি অনলাইনে লিক হয়েছে। এই লিক ছবি থেকে এটা জানা গেছে যে এই স্মার্টফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত বড় ডিসপ্লে আর লেদার ব্যাক থাকবে। বিখ্যাত টিপস্টার Evan Blass  টুইটারে ছবিটি পোস্ট করে নোট করেছেন যে এটি 6.47 ইঞ্চির ডিসপ্লে যুক্ত এখনও অব্দি জিওনির সব থেকে বড় ডিসপ্লে যুক্ত ফোন হবে। 

Gionee M7 ফোনটির লিক ছবি থেকে এই ফোনের ডিসপ্লে যে বড় হবে তা জানা গেছে আর এও জানা গেছে যে এটি বেশ পাতলা বেজেল যুক্ত হবে, কিন্তু এটি সম্পূর্ণ ভাবে বেজেল-লেস ডিসপ্লে হবেনা। আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও দেখা গেছে যার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই স্মার্টফোনটিতে ফিজিকাল হোম বটন নেই। 

https://twitter.com/evleaks/status/925518493595918338?ref_src=twsrc%5Etfw

এখনও অব্দি M7 এর আর কোন স্পেশিফিকেশান লিক হয়নি। কিন্তু কিছু রিপোর্ট অনুসারে এই ফোনটি Gionee M7 Power  এর সঙ্গে লঞ্চ হতে পারে। কোম্পানি তাড়াতাড়ি ভারতে M7 Power লঞ্চ করতে পারে। এমন গুজব শোনা গেছে যে এই ফোনটিতে 5000mAh এর ব্যাটারি থাকবে আর এই ফোনটি গত মাসে থাইল্যান্ডে লঞ্চ হওয়া M7 এর লো পাওয়ার ভেরিয়েন্ট হবে।
 
M7 Power স্মার্টফোনটিতে 6 ইঞ্চির IPS LCD ফুল ভিউ ডিসপ্লে আছে যা 1440 x 720 পিক্সালের ফুল HD+ রেজিলিউশান যুক্ত হবে। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়।

M7 Power ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে জা অটোফোকাস আর LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে 8MP’র ক্যামেরা আছে যা 30fps এ 1080p ভিডিও রেকর্ডিং করা যায়। এই স্মার্টফোনটিতে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এটি কোম্পানির Amigo 5.0 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নোউগাটে চলে। Gionee M7 Power ফোনটিতে কাবনেক্টিভিটির জন্য Wi-Fi, ব্লুটুথ, GPS, 3.5mm অডিও জ্যাক আর চার্জিং এর জন্য মাইক্রো USBপোর্ট সাপোর্ট করে। 

Connect On :