অ্যান্ড্রয়েড ওরিও (গো) এডিশানের সঙ্গে Lava Z50 লঞ্চ হল

Updated on 28-Feb-2018
HIGHLIGHTS

এটি সেই স্মার্টফপ্ন গুলির মধ্যে একটি যাতে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করন) অপারেটিং সিস্টেম যুক্ত

হোম হ্যান্ডসেট তৈরির কোম্পানি লাভা মঙ্গলবার লাভা Z50 লঞ্চ করেছে। এটি সেই স্মার্টফপ্ন গুলির মধ্যে একটি যাতে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করন) অপারেটিং সিস্টেম যুক্ত। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই ডিভাইসটির দাম প্রায় 5,000 টাকা আর এতে 4.5 ইঞ্চির ডিসপ্লে 2.5D কার্ভড কার্নিং গোরিলা গ্লাস যুক্ত। এতে 5 মেগাপিক্সালের ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাটি ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে।

লাভা ইন্টারন্যাশানালের প্রোডাকশান হেড গৌরব নিগম এক জায়গায় বলেছেন যে, “অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করন) যুক্ত লাভা Z50 আমাদের প্রথম ফোন যাতে এটি ব্যবহার করা হয়েছে আর যা ইউজার্সদের দ্রুততার সঙ্গে প্রসেসিং এর দিকে উন্নত সফটোয়্যার দেবে”।

এই হ্যান্ডসেটটিতে 1.1 গীগাহার্জ কোয়াড কোর স্পিডের মিডিয়াটেক প্রসেসার(এমটি 6737এম) যুক্ত যার সঙ্গে 1 জিবি র‍্যাম আর 8 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

কোম্পানি বলেছে যে এই স্মার্টফোনটির সঙ্গে দু বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে আর মার্চের মধ্যে এটি সমস্ত দোকানে কিনতে পাওয়া যাবে।

Connect On :