আপনি যদি Lava Yuva 4 বা Tecno POP 9 ফোনের মধ্যে কোনো একটি স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এই খরব আপনার জন্য। টেকনো ইউভা 4 ফোনটি ভারতে 6999 টাকায় লঞ্চ করা হয়েছে। একই দামের রেঞ্জে 6699 টাকায় আসে টেকনো পপ 9 ফোন। দুটি ফোনেই বড় ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি দেওয়া। এই খবরে আমরা এই দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশন তুলনা করে জানাবো।
লাভা ইউভা 4 ফোনে 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি 90Hz রিফ্রেশ রেট এবং 1600×720 পিক্সেল রেজোলিউশন সহ আসে। পাশাপাশি, টেকনো পপ 9 ফোনে 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1612×720 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ আপকামিং Realme ফোনের দাম লিক, লঞ্চের আগে জানুন আর কী থাকবে ফিচার
নতুন লাভা ইউভা 4 ফোনটি অক্টা-কোর ইউনিসোক T606 12nm প্রসেসর সহ Mali-G57 MC2 650MHz GPU তে কাজ করে। অন্যদিকে টেকনো POP 9 ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G50 12nm প্রসেসর সহ IMG Power GE8320 GPU সহ আসে।
পারফরম্যান্সের ক্ষেত্রে লাভা ইউভা 4 ফোনে 4GB RAM+128GB UFS 2.2 স্টোরেজ দেওয়া। এটি মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। এর সাথে টেকনো পপ 9 ফোনে 3GB LPDDR4X RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য লাভা ইউভা 4 ফোনের রিয়ারে 50MP মেইন সেন্সর এবং সেলফি তোলার জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি, টেকনো পপ 9 ফোনের রিয়ারে 13MP প্রাইমারি ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্য়াশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে লাভা ইউভা 4 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে টেকনো পপ 9 ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 15W ফাস্ট চার্জিং সহ আসে।
লেটেস্ট লাভা ইউভা 4 ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে। পাশাপাশি, টেকনো পপ 9 ফোনটি Android 14 গো এডিশনে তৈরি HiOS 14 এ কাজ করে।
দামের কথা বললে, লাভা ইউভা 4 ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 6999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, টেকনো পপ 9 ফোনের 3GB RAM এবং 64GB স্টোরেজ মডেল 6699 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: সদ্য লঞ্চ হওয়া Vivo 5G হয় গেল সস্তা, ফোনের এই 5 ফিচার জেনে অবাক হবেন