Lava Upcoming Phone: লঞ্চের আগেই Lava Yuva 3 ফোনের ফিচার ফাঁস, কম দামে আসবে বাজারে

Lava Upcoming Phone: লঞ্চের আগেই Lava Yuva 3 ফোনের ফিচার ফাঁস, কম দামে আসবে বাজারে
HIGHLIGHTS

Lava Yuva 3 বাজেট ফোনটি সম্প্রতি ই-কমার্স সাইট Amazon সাইটে দেখা গিয়েছে

এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি

অ্যামাজন সাইটে ফোনের টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি 128GB স্টোরেজ সহ আসতে পারে

Lava Yuva 3 Pro এবং Lava Yuva 2 সহ একাধিক স্মার্টফোন বাজারে আনার পরে, ভারতে আসছে Lava Yuva 3। লাভার এই বাজেট ফোনটি সম্প্রতি ই-কমার্স সাইট Amazon সাইটে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি।

অ্যামাজনে স্মার্টফোনের মাইক্রোসাইট থেকে ফোনের কিছ স্টোরেজ ডিটেল পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে শীঘ্রই ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: iQOO Neo 7 Pro New Price: 4000 টাকা দাম কমল পাওয়ারফুল গেমিং ফোনের, Neo 9 Pro লঞ্চের আগেই ধামাকা!

Lava Yuva 3 ফোনের টিজার এল সামনে

Lava Yuva 3 to launch in India soon: Here's what to expect
লাভার আপকামিং স্মার্টফোনের টিজার দেখে ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে

লাভার আপকামিং স্মার্টফোনের টিজার দেখে ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। অ্যামাজন সাইটে ফোনের টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি 128GB স্টোরেজ সহ আসতে পারে। কোম্পানি দাবি করছে যে ইউভা 3 ফোনে UFS 2.2 স্টোরজে EMMC স্টোরেজের তুলনায় তিনগুন বেশি পারফরম্যান্স দেবে।

এছাড়া টিজারে 64GB স্টোরেজ ভার্সন এবং 512GB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ সাপোর্ট থাকবে জানা গিয়েছে।

লাভা Yuva 3 ফোনের কত হবে দাম

Lava Yuva 3 to launch in India soon: Here's what to expect
লাভা ফোনটি 7000 টাকা থেকে 9000 টাকা দামের মধ্যে আসতে পারে

দামের কথা বললে, আপকামিং লাভা ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা হবে। এছাড়া 4GB+64GB স্টোরেজ মডেলটি 6,999 টাকায় আসতে পারে। অনুমান করা হচ্ছে যে লাভা ফোনটি 7000 টাকা থেকে 9000 টাকা দামের মধ্যে আসতে পারে।

আরও পড়ুন: Paytm FASTag: 29 ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে পেটিএম ফাস্ট্যাগ? RBI নির্দেশের পর আপনাকে কী করতে হবে জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo