Lava Storm 5G ফোন ভারতে 21 ডিসেম্বর হবে লঞ্চ, আপকামিং ফোনে কী থাকবে বিশেষ
লাভার আগামী ফোনটি ভারতে 21 ডিসেম্বর লঞ্চ করা হবে
আপকামিং লাভা স্মার্টফোন ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি হবে
টিজার থেকে এটিও নিশ্চিত হয়েছে যে লাভা স্ট্রোম 5G ফোনটি সবুজ এবং কালো রঙের বিকল্প আসতে পারে
লাভা সম্প্রতি ভারতে Lava Yuva 3 Pro স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল। তবে এখন কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লাভার আপকামিং স্মার্টফোনের লঞ্চ তারিখ প্রকাশ করেছে। এই নতুন ফোনটি Lava Storm 5G বলা হচ্ছে।
কোম্পানির তরফে শেয়ার করা হয়েছে একটি টিজার। এখানে ফোনের একটি ডিজাইনের সামান্য ঝলক পাওয়া গিয়েছে। আসুন আপকামিং লাভা স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 2GB Daily Data Prepaid Plan: জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার 84 দিনের সেরা ডেটা প্ল্যান
Storm Unleashed ⚡
— Lava Mobiles (@LavaMobile) December 17, 2023
Coming on 21.12.23
Register for the Sale & Win: https://t.co/FCtvggc4EF
T&C Apply#StormIsComing #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/GCaIFLQTW0
Lava Storm 5G এই মাসে ভারতে লঞ্চ হবে
লাভার আগামী ফোনটি ভারতে 21 ডিসেম্বর লঞ্চ করা হবে। আপকামিং লাভা স্মার্টফোন ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি হবে। টিজার ভিডিও থেকে জানা গিয়েছে যে ফোনে একটি বক্সি ফর্ম ফ্যাক্টর এবং ডান দিকে পাওয়ার এবং ভলিউম রকার বোতাম দেওয়া হয়েছে।
পাওায়র বোতামে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে। ক্যামেরা সেটআপের কথা বললে, আপকামিং ফোনের পিছনে 3 সার্কুলার রিংগ দেওয়া হবে। টিজার থেকে এটিও নিশ্চিত হয়েছে যে লাভা স্ট্রোম 5G ফোনটি সবুজ এবং কালো রঙের বিকল্প আসতে পারে।
কোম্পানির তরফে আগে প্রকাশিত টিজার থেকে অনুমান করা হচ্ছে যে লাভার নতুন ফোনটি একটি শক্তিশালী ব্যাটারির সঙ্গে আনা হচ্ছে।
আরও পড়ুন: POCO C65 First Sale: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ সস্তা ফোনে বাম্পার ছাড়
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile