Lava O2: 8000 টাকা কমে সবচেয়ে ফাস্ট ফোন, রয়েছে 16GB RAM এবং 50MP AI ক্যামেরা

Lava O2: 8000 টাকা কমে সবচেয়ে ফাস্ট ফোন, রয়েছে 16GB RAM এবং 50MP AI ক্যামেরা
HIGHLIGHTS

দেশী কোম্পানি লাভা ভারতীয় বাজারে তার লেটেস্ট স্মার্টফোন লাভা O2 লঞ্চ করে দিয়েছে

Lava O2 ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 8499 টাকা রাখা হয়েছে

নতুন স্মার্টফোনটি স্টাইলিশ ডিজাইন, পাওয়ারফুল পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচার অফার করে

দেশী কোম্পানি লাভা ভারতীয় বাজারে তার লেটেস্ট স্মার্টফোন Lava O2 লঞ্চ করে দিয়েছে। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। নতুন স্মার্টফোনটি স্টাইলিশ ডিজাইন, পাওয়ারফুল পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচার অফার করে। এই সমস্ত কিছু মিলবে মাত্র 10,000 টাকার কম দামে। আসুন জেনে নেওয়া যাক নতুন লাভা ও২ ফোনে কী বিশেষ রয়েছে।

LavaO2 ভারতে কত দামে কেনা যাবে এবং বিক্রি কবে

লাভা ও২ স্মার্টফোনটি ভারতে সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।

ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 8499 টাকা রাখা হয়েছে। তবে লঞ্চ অফারের আওতায় ফোনটি মাত্র 7,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Jio 49 Plan: আইপিএল দেখা হবে আরও মজাদার! মাত্র 49 টাকায় 25GB ডেটা, Airtel প্ল্যানকে দেবে টেক্কা

কালার অপশন হিসেবে ফোনটি তিনটি রঙের বিকল্পে কেনা যাবে- ইম্পেরিয়াল গ্রিন, ম্যাজিকাল পার্পল এবং রয়্যাল গোল্ড।

এই সস্তা স্মার্টফোনটি কোম্পানির ওয়েবসাইট, Amazon এবং অন্যান্য রিটেল আউটলেটে 27 মার্চ থেকে পাওয়া যাবে।

Lava O2 স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: নতুন মোবাইল লাভা O2 ফোনে 6.5-ইঞ্চির বড় HD+ ডিসপ্লে পাওয়া যাবে। এতে 90Hz রিফ্রেশ রেট, 720x 1600 পিক্সেল রেজোলিউশন দেওয়া।

প্রসেসর: লাভা ফোনে পারফরম্যান্সের জন্য UNISOC T616 অক্টা-কোর প্রসেসর অফার করা হয়েছে।

স্টোরেজ: নতুন ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এর সাথে 8GB বার্চুয়াল RAM সাপোর্ট থাকবে। যার মানে গ্রাহকরা 16GB পর্যন্ত RAM পাওয়া পাবেন।

Lava O2 Features and specs
লাভা ফোনে পারফরম্যান্সের জন্য UNISOC T616 অক্টা-কোর প্রসেসর অফার করা হয়েছে

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 50MP AI প্রাইমারি ক্যামেরা থাকবে, যা LED ফ্ল্যাশ সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ আসে।

আরও পড়ুন: OnePlus Ace 3V: Snapdragon 7+ Gen 3 চিপসেট, 16GB RAM সহ প্রথম স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo