Lava O2: ভারতে এই দিন লঞ্চ হবে নতুন লাভা ফোন, সামনে এল আপকামিং ফোনের ফর্স্ট লুক
Lava তার গ্রাহকদের জন্য Lava O2 ফোন ভারতে আনতে চলেছে
কোম্পানির নতুন লাভা O2 ফোনটি 22 মার্চ বাজারে আনা হবে
অফিসিয়াল ছবিতে দেখা যাচ্ছে যে আপকামিং লাভা ফোনটি গ্রিন কালার অপশনে আনা হবে
Lava তার গ্রাহকদের জন্য Lava O2 ফোন ভারতে আনতে চলেছে। এই ফোনটি মার্চ মাসেই লঞ্চ করা হবে। কোম্পানির তরফে আপকামিং ফোনটি বেশ কয়েকদিন ধরে টিজ করা হচ্ছে। এখন আপকামিং লাভা ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে কোম্পানি জানিয়েছে।
কবে লঞ্চ হবে নতুন Lava Phone
কোম্পানির নতুন লাভা O2 ফোনটি 22 মার্চ বাজারে আনা হবে। Amazon সাইটের মাধ্যমে ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে জানানো হেয়ছে। কোম্পানি লাভা O2 ফোনের একটি ল্যান্ডিং পেজও লাইভ করেছে। এখানে ফোনের লঞ্চ ডিটেল শেয়ার করা হয়েছে।
আরও পড়়ুন: Infinix Note 40 Series: 108MP ক্যামেরা, 32MP সেলফি সহ বাজারে এল দুর্দান্ত স্মার্টফোন
Get ready to unleash the Fastest Phone in the Segment*
— Lava Mobiles (@LavaMobile) March 18, 2024
O2 – Launching on 22nd Mar, 12PM
Register for the Launch Event Now: https://t.co/Po2u8a5XtU
*T&C Apply#LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/5yDuJlVO7X
কেমন হবে Lava O2 ফোন
এখন পর্যন্ত কোম্পানির তরফে তার আপকামিং ফোনের সম্পর্কে বেশি কিছু ডিটেল দেওয়া হয়েনি। তবে সম্প্রতি লাভার আপকামিং ফোনের প্রথম লুক প্রকাশ হয়েছে।
অফিসিয়াল ছবিতে দেখা যাচ্ছে যে আপকামিং লাভা ফোনটি গ্রিন কালার অপশনে আনা হবে।
ফোনের পিছনে দুটি ক্যামেরা সেন্সর স্পট করা হয়েছে। এছাড়া ফোনে একটি LED ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে।
ছবি থেকে এটি নিশ্চিত যে লাভার নতুন ফোনে 50MP AI ক্যামেরা অফার করা হবে।
নতুন লাভা ফোন সম্পর্কে কোম্পানির দাবি যে এই সেগামেন্টে এটি প্রথম ফোন হবে, যা সবচেয়ে ফাস্ট হবে। ডিভাইসে অক্টাকোর Unisoc T616 চিপসেটে কাজ করবে।
আরও পড়়ুন: 21 মার্চ লঞ্চ হবে OnePlus এর পাওয়ারফুল স্মার্টফোন, জানুন কী থাকবে ফিচার এবং স্পেসিফিকেশন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile