লাভার নতুন হ্যান্ডসেটের নাম লাভা A50 ও A55৷ ভারতীয় বাজের A50-মূল্য মাত্র 3,999 টাকা ও A55 মডেলের দাম 4,399 টাকা৷
বাজেটের মধ্যে স্টাইলিশ ফোনের জন্য জনপ্রিয় সংস্থা লাভা এবার ভারতীয় বাজারে নিয়ে এল দুটি নতুন স্মার্টফোন৷ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর অনেক বেশি৷ আর এই বিষয়টিকে ইউইসপি মেনেই চলছে বিভিন্ন মোবাইল সংস্থাগুলি৷
লাভার নতুন হ্যান্ডসেটের নাম লাভা A50 ও A55৷ ভারতীয় বাজের A50-মূল্য মাত্র 3,999 টাকা ও A55 মডেলের দাম 4,399 টাকা৷ কালো ও সিভারে রঙে মডেল দুটি পাবেন গ্রাহকরা৷
দুটি হ্যান্ডসেটে রয়েছে 4 ইঞ্চির ডিসপ্লে৷ যার স্ক্রিন রেসেলিউশন ৪৮০x৮০০ পিক্সেল৷ দুটি ফোনই অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করবে৷র্যামের মামলায় দুটি ফোন একটু আলাদা৷ A50 মডেলে যেখানে রয়েছে ৫১২ র্যাম, সেখানে A55 মডেলে রয়েছে 1GB র্যাম৷ দুটি ডিভাইসেই রয়েছে 1.2GHz কোয়াড কোর প্রোসেসর ও 8 জিবি ইন্টারনাল স্টোরেজ৷ তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারে৷
বাকি ফিচার্সের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল LED ফ্ল্যাশ ক্যামেরা৷ সেলফির জন্য রয়েছে VGA ফ্রন্ট ক্যামেরা৷ রয়েছে ১৫৫০mAh ব্যাটারি৷ কানেক্টিভিটির জন্য রয়েছে 4G,3G, ওয়াইফাই, ব্লুটুথ, A-GPS ও 3.5mm অডিও জ্যাক৷