লাভা বাজারে আনছে 5000 টাকার কমেও 4G স্মার্টফোন !
লাভার নতুন হ্যান্ডসেটের নাম লাভা A50 ও A55৷ ভারতীয় বাজের A50-মূল্য মাত্র 3,999 টাকা ও A55 মডেলের দাম 4,399 টাকা৷
বাজেটের মধ্যে স্টাইলিশ ফোনের জন্য জনপ্রিয় সংস্থা লাভা এবার ভারতীয় বাজারে নিয়ে এল দুটি নতুন স্মার্টফোন৷ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর অনেক বেশি৷ আর এই বিষয়টিকে ইউইসপি মেনেই চলছে বিভিন্ন মোবাইল সংস্থাগুলি৷
লাভার নতুন হ্যান্ডসেটের নাম লাভা A50 ও A55৷ ভারতীয় বাজের A50-মূল্য মাত্র 3,999 টাকা ও A55 মডেলের দাম 4,399 টাকা৷ কালো ও সিভারে রঙে মডেল দুটি পাবেন গ্রাহকরা৷
আরও দেখুন : ব্ল্যাকবেরি'র DTEK50 2016 ক্যামেরা 13 মেগাপিক্সেল এর সঙ্গে লঞ্চ
দুটি হ্যান্ডসেটে রয়েছে 4 ইঞ্চির ডিসপ্লে৷ যার স্ক্রিন রেসেলিউশন ৪৮০x৮০০ পিক্সেল৷ দুটি ফোনই অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করবে৷র্যামের মামলায় দুটি ফোন একটু আলাদা৷ A50 মডেলে যেখানে রয়েছে ৫১২ র্যাম, সেখানে A55 মডেলে রয়েছে 1GB র্যাম৷ দুটি ডিভাইসেই রয়েছে 1.2GHz কোয়াড কোর প্রোসেসর ও 8 জিবি ইন্টারনাল স্টোরেজ৷ তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারে৷
বাকি ফিচার্সের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল LED ফ্ল্যাশ ক্যামেরা৷ সেলফির জন্য রয়েছে VGA ফ্রন্ট ক্যামেরা৷ রয়েছে ১৫৫০mAh ব্যাটারি৷ কানেক্টিভিটির জন্য রয়েছে 4G,3G, ওয়াইফাই, ব্লুটুথ, A-GPS ও 3.5mm অডিও জ্যাক৷
আরও দেখুন : ২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1, MWC 2017 তে হতে পারে লঞ্চ
আরও দেখুন : তাহলে কি এইটা রিলায়েন্স জিও’র 1500 টাকার VoLTE ফিচর ফোন?
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile