Lava Blaze Curve 5G: লঞ্চের আগে ফাঁস হল ফোনের দাম এবং প্রসেসর, জানুন সমস্ত ডিটেল

Updated on 27-Feb-2024
HIGHLIGHTS

Lava Blaze Curve 5G শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

একজন ভারতীয় টিপস্টার আপকামিং স্মার্টফোনের (Upcoming Smartphone) প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে

লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর সহ আসতে পারে

Lava Blaze Curve 5G শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এখন পর্যন্ত ফোনের সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েনি। তবে লঞ্চের আগেই একজন ভারতীয় টিপস্টার আপকামিং স্মার্টফোনের (Upcoming Smartphone) প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।

মনে করিয়ে দি যে কোম্পানি গত বছর নভেম্বরে Lava Blaze 2 5G বিক্রি করা শুরু করেছিল। এটি কোম্পানির ব্লেজ সিরিজের সবচেয়ে লেটেস্ট সিরিজ যা কম দামি। আসুন জেনে নেওয়া যাক লাভা ব্লেজ কার্ভ 5G ফোন সম্পর্কে সমস্ত কিছু।

আরও পড়ুন: 28000mAh Battery Smartphone: একবার চার্জে চলবে 7 দিন! এসে গেল বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি ফোন

Lava Blaze Curve 5G ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর সহ আসতে পারে। এছাড়া ফোনটি 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা হবে।

Lava Blaze Curve 5G ফোনের কত হবে দাম

টিপস্টার পরস গুগলানি (@passionategeekz) তার X (টুইটার) পোস্টে লাভা আপকামিং ফোনের দামের বিষয় জানিয়েছে। টিপস্টারের মতে ফোনের দাম ভারতে 16,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে হতে পারে। আকপামিং ফোনটি দুটি কালার অপশনে আনা হবে।

টিপস্টার অনুযায়ী, স্মার্টফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসর চলবে। AnTuTu ওয়েবসাইটে এই চিপসেটের স্কোর 5,50,000-এর বেশি বলে জানা গেছে।

লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন সহ আসবে বলে জানা গেছে।

Lava স্মার্টফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসর চলবে

Blaze Curve 5G কবে হবে লঞ্চ

লাভা কোম্পানি এখনও লাভা ব্লেজ কার্ভ 5G ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করেনি। আগের লিক অনুযায়ী, ফোনটি মার্চের প্রথম সপ্তাহে লঞ্চ হবে।

আগের রিপোর্ট দাবি করা হয়েছে যে নতুন লাভা ফোনে ফুল HD+ রেজোলিউশন সহ ডিসপ্লে থাকবে। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে।

লাভা ফোনে সোনি সেন্সর সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

আরও পড়ুন: Price Cut: একধাক্কায় কমে গেল জনপ্রিয় Redmi Phone এর দাম, এত সস্তা জেনে নিমিষে হচ্ছে অর্ডার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :