ডুয়াল ডিসপ্লে সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন আনছে Lava, লুক ডিজাইনে প্রিমিয়াম ফোনকে দেবে টেক্কা

Updated on 02-Oct-2024
HIGHLIGHTS

Lava আগামী 4 অক্টোবর তার ডুয়াল ডিসপ্লে সহ ফোন Lava Agni 3 লঞ্চ করতে চলেছে

লাভা অগ্নি 3 এর বিশেষত্ব হল এতে ডুয়াল-ডিসপ্লে ডিজাইন এবং পাওয়ারফুল প্রসেসর থাকবে

লাভা কোম্পানি জানিয়েছে যে অগ্নি 3 এর দাম মিড-রেঞ্জ সেগামেন্টে আসবে। ফোনটি 30,000 টাকার কম দামে বাজারে আসবে

Lava আগামী 4 অক্টোবর তার ডুয়াল ডিসপ্লে সহ ফোন Lava Agni 3 লঞ্চ করতে চলেছে। আপকামিং লাভা ফোনটি কোম্পানির অগ্নি 2 এর সাস্কেসার হিসেবে আসবে। লাভা অগ্নি 3 এর বিশেষত্ব হল এতে ডুয়াল-ডিসপ্লে ডিজাইন এবং পাওয়ারফুল প্রসেসর থাকবে। আসুন লঞ্চের আগেই জেনে নেওয়া যাক অগ্নি 3 এর দাম এবং ফিচার সম্পর্কে।

Lava Agni 3 এর দাম

লাভা কোম্পানি জানিয়েছে যে অগ্নি 3 এর দাম মিড-রেঞ্জ সেগামেন্টে আসবে। ফোনটি 30,000 টাকার কম দামে বাজারে আসবে। লাভা অগ্নি 3 ফোনটি 4 অক্টোবর দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফোনের বিক্রি Amazon সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: 200 টাকার কমে Jio এবং Airtel এর সেরা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং এবং ডেটা

ডুয়াল ডিসপ্লে সহ আসবে লাভা অগ্নি 3

অগ্নি 3 ফোনে ডুয়াল ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসে 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এই স্মার্টফোনের বিশেষত্ব হল যে ডিভাইস এর ক্যামেরা মডিউল এর পাশে রিয়ার প্যানেল এর পাশে একটি সেকেন্ডারি ডিসপ্লে হবে। সেকেন্ডারি ডিসপ্লে 1.74-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকবে।

আপনি ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি সেলফি ক্যামেরা মতো ব্যবহার করতে পারেন। আপকামিং অগ্নি 3 ফোনে একটি একশন বোতাম থাকবে। স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। কোম্পানি টিজ করে নিশ্চিত করেছে যে স্মার্টফোনে 50MP AI ক্যামেরা হবে। এর সাথে স্মার্টফোনে টেলিফটো লেন্সও দেওয়া হবে।

আরও পড়ুন: Snapdragon 6 Gen 3 চিপসেট সহ বিশ্বের প্রথম স্মার্টফোন Moto G75 5G লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :