Lava Agni 3 5G vs Vivo T3 Pro: ডুয়াল ডিসপ্লে সহ নতুন লাভা অগ্নি 3 নাকি সুপার চার্জিং সহ ভিভো টি3 প্রো, 25000 টাকা দামে কোনটি হবে বেস্ট অপশন

Lava Agni 3 5G vs Vivo T3 Pro: ডুয়াল ডিসপ্লে সহ নতুন লাভা অগ্নি 3 নাকি সুপার চার্জিং সহ ভিভো টি3 প্রো, 25000 টাকা দামে কোনটি হবে বেস্ট অপশন
HIGHLIGHTS

Lava Agni 3 5G ফোন সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে, ফোনটি আজ 9 অক্টোবর Amazon সাইটে বিক্রি হবে

একই দামের সেগামেন্টে ভারতে এন্ট্রি নিয়েছে Vivo T3 Pro ফোন

25 হাজার টাকার কম দামে কোন ফোনটি সেরা Agni 3 5G vs Vivo T3 Pro ফোনের দাম থেকে স্পেসিফিকেশন তুলনা করবো

Lava Agni 3 5G ফোন সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনের রিয়ার এবং ফ্রন্ট দুটি প্যানেলে AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। লাভা অগ্নি 3 ফোনটি আজ 9 অক্টোবর দুপুর 12 থেকে Amazon সাইটে বিক্রি হবে। এটি এই সেগামেন্টের সবচেয়ে আলাদা ফোন বলা যেতে পারে। একই দামের সেগামেন্টে ভারতে এন্ট্রি নিয়েছে Vivo T3 Pro ফোন। এতে কোম্পানি 3D কার্ভড AMOLED দিয়েছে। 25 হাজার টাকার কম দামে কোন ফোনটি সেরা এই খবরে আমরা সেই বিষয় কথা বলবো। এখানে Agni 3 5G vs Vivo T3 Pro ফোনের দাম থেকে স্পেসিফিকেশন তুলনা করবো।

লাভা অগ্নি 3 নাকি ভিভো টি3 প্রো ফোনের দাম কত

দামের কথা বললে লাভা অগ্নি 3 ফোনটি 20,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, 8GB RAM+128GB স্টোরেজের দাম 22,999 টাকা রাখা হয়েছে। বলে দি যে এই দুটি মডেলের সাথে চার্জর দেওয়া হবে। এবং চার্জর ছাড়া মডেলটি 8GB RAM+128GB স্টোরেজ সহ 20,999 টাকায় কেনা যাবে। এই ফোনটি আজ 9 অক্টোবর দুপুর 12 থেকে Amazon সাইটে বিক্রি হবে।

আরও পড়ুন: সবচেয়ে সস্তা Flip Phone ভারতে লঞ্চ, দাম মাত্র 2499 টাকা

Agni 3 5G vs Vivo T3 Pro

পাশাপাশি, ভিভো টি3 প্রো ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 24,999 টাকা। এবং 8GB RAM+256GB স্টোরেজের দাম 26,999 টাকা রাখা হয়েছে।

Lava Agni 3 5G vs Vivo T3 Pro স্পেসিফিকেশন এবং ফিচার

SpecificationsLAVA Agni 3Vivo T3 Pro
স্ক্রিন6.78″ 1.5K 120Hz 3D Curved AMOLED6.77″ FHD+ 120Hz 3D Curved AMOLED
প্রসেসরMediaTek Dimensity 7300XQualcomm Snapdragon 7 Gen 3
RAM8GB LPDDR5 RAM8GB LPDDR4X RAM
স্টোরেজ256GB UFS 3.1 Storage256GB UFS 2.2 Storage
রিয়ার ক্যামেরা50MP Sony IMX766 (OIS) + 8MP Ultra-wide + 8MP Telephoto50MP Sony IMX882 (OIS) + 8MP Ultra-wide
ফ্রন্ট ক্যামেরা16MP Selfie16MP Selfie
ব্যাটারি5,000mAh Battery5,500mAh Battery
চার্জিং66W Fast Charge80W FlashCharge

ডিসপ্লে

লাভা অগ্নি 3 ফোনে 6.78-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি 3D কর্ভাড AMOLED স্ক্রিন দেওয়া যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এতে 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পাশাপাশি ভিভো টি3 প্রো ফোনেও 3D কর্ভাড AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 6.77-ইঞ্চির FHD+ স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

পারফরম্যান্স ক্ষেত্রে লাভা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 700x অক্টা-কোর প্রসেসর রয়েছে। এটি গেমিং ইউজারদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। কোম্পানি নতুন লাভা স্মার্টফোনে 5000 mm2 Large Vapour Chamber কুলিং ফিচার অফার করেছে।

প্রসেসিংয়ের জন্য ভিভো টি3 প্রো ফোনে কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া। এটি 3000 mm2 VC Liquid Cooling ফিচার সহ আসে।

vivo t3 pro 5g

RAM এবং স্টোরেজ

লাভা অগ্নি 3 এবং ভিভো টি3 প্রো দুটি ফোনে 8GB RAM পাওয়া যাবে। এই দুটি ফোনেই 8 জিবি ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। স্টোরেজের জন্য দুটি ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে লাভা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP Sony IMX766 OIS সেন্সর দেওয়া হয়েছে যা 8MP আল্ট্রা ওয়াইড এবং 8MP টেলিফটো লেন্স পেয়ার করা। ফোনটি 3X অপটিকাল জুম, 4K ভিডিও রেকর্ডিং এবং EIS সাপোর্ট রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

অন্যদিকে ভিভো টি3 প্রো স্মার্টফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ব্যাক প্যানেলে OIS সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ব্যাটারি

পাওয়ার দিতে লাভা অগ্নি 3 স্মার্টফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। এই ফোনটি 15 দিনের স্ট্যান্ডটাইম অফার করে। এটি মোবাইল ফোনটি 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভো টি3 প্রো স্মার্টফোনে 5500mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo