Kult Gladiator স্মার্টফোনটি 4000mAh এর ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল

Updated on 18-Sep-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যামাজনে পাওয়া যাবে, আপনি এই ফোনটি 24 সেপ্টেম্বর থেকে Rs. 6,999 দামে কেনা যাবে

ভারতীয় কোম্পানি Kult ভারতে তাদের তৃতীয় স্মার্টফোন Kult Gladiator লঞ্চ করেছে। Kult Gladiator একটি বাজেট স্মার্টফোন এই ফোনের ব্যাটারি 4000mAh এর। এই স্মার্টফোনটি অ্যামাজনে পাওয়া যাবে আপনি এই ফোনটি 24 সেপ্টেম্বর থেকে Rs. 6,999 দামে কিনতে পাওয়া যাবে। আর এই ফোনটি ব্ল্যাক কালারে কিনতে পাওয়া যাবে। এই ফোনটির লঞ্চ অফারে ইউজার্সরা Jio’র 4G ডাটা পাওয়া যাবে আর এর সঙ্গে আপনি একবারের স্ক্রিন রিপ্লেস্মেন্ট ওয়ারেন্টি পাবেন।

Kult Gladiator ফোনটি মেটালিক বডি ডিজাইনের এই স্মার্টফোনটি ডুয়াল সিম কার্ড, মাইক্রো এসডি কার্ড সল্ট যুক্ত আর অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট যুক্ত, এই হ্যান্ডসেটটিতে 1.25GHz কোয়াড কোর মিডিয়াটেক MT6737 SoC, 3GB র‍্যাম আর মালী- T720 GPU যুক্ত। এই ফোনে 5.5 ইঞ্চির HD (720×1280 পিক্সাল) অন সেল IPS 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত।

এই ফোনে 13 মেগাপিক্সালের অটোফোকাস রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর যা LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের যা ফিক্সড ফোকাস ক্যামেরা যা LED সেলফি ফ্ল্যাশ যুক্ত। Kult Gladiator স্মার্টফোনটিতে 32GB’র ইন্টারনালস্টোরেজ যুক্ত যা মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যাবে। এছাড়া এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, LED নোটিফিকেশান লাইট আর স্মার্ট অ্যাওয়েক  ফিচার্স যুক্ত যা দিয়ে এই ফোনটিকে আনলকনা করেই আপনি আপনার প্রিসেট অ্যাপ খুলতে পারবেন।

Kult Gladiator ফোনটিতে 4000mAh এর ব্যাটারি আছে। এই ফোনে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, Wi-Fi (802.11 b/g/n), ব্লুটুথ v4.0, GPS, FM রেডিও আর 3.5mm এর অডিও জ্যাক অফার করে।

সোর্সঃ 

Connect On :