Xiaomi -এর তরফে ঘোষণা করে দেওয়া হল Redmi Note 12 Turbo ফোনটিই হবে প্রথম ফোন যেখানে Snapdragon 7+ Gen 2 প্রসেসর থাকবে। তবে অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে এই ফোনটি Poco F5 হিসেবে আত্মপ্রকাশ করবে। এমনটাই 91 Mobiles রিপোর্টে জানানো হয়েছে। এছাড়া অনুমান করা হচ্ছে যে এই ফোনটি অর্থাৎ Poco F5 এপ্রিলের 6 তারিখ দেশে লঞ্চ করতে পারে।
Poco F5 দেশে লঞ্চ করার আগে তার সম্পর্কে কী কী জানা গেল সেটা এক ঝলক দেখে নিন। জেনে নিন এই ফোনের সেরা 5 ফিচার কী হতে চলেছে।
1. এই ফোনটি 6.67 ইঞ্চির একটি কোয়াড HD+ AMOLED ডিসপ্লে নিয়ে লঞ্চ করতে পারে। এখানে 120 Hz রিফ্রেশ রেট এবং 1,920 Hz PWM ডিমিং মিলবে, সঙ্গে HDR 10+ -এর সুবিধা এবং 1400 নিটসের ব্রাইটনেস তো থাকবেই।
2. Redmi Note 12 Turbo ফোনটিতে Snapdragon 7+ Gen 2 প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। ফলে এই ফোনটি যদি বিশ্ববাজারে Poco F5 হিসেবে আসে তাহলে সেখানেও একই প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে।
3. অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 -এর। সাহায্যে চলবে এই ফোন।
4. ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলেই জানা গিয়েছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর থাকবে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে।
5. 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5500mAh ব্যাটারি মিলবে এই ফোনে। 30W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকবে।