Karbonn Titanium Jumbo 2 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম 5,999 টাকা আর এটি ব্ল্যাক, শ্যাম্পেন আর কফি কালারে পাওয়া যাচ্ছে। এই ফোনটির সঙ্গে এয়ারটেলের এই ফোনটির সঙ্গে এয়ারটেল এটি 169 টাকা দামের বান্ডেল ডাটা প্যাক দিচ্ছে, আর এতে 28 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড লোকাল আর STD কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে । আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
Karbonn এই ফোনটির জনয় এয়ারটেলের সঙ্গে পার্টনার্শিপ করেছে আর এই ফোনটি অ্যামাজনে কিনলে 2000 টাকার ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। আর এর পরে এই ফোনটি মাত্র 3,999 টাকায় কিনতে পাওয়া যাবে। আর এই ক্যাশব্যাকটি পেতে হলে ইউজার্সদের 3500 টাকার রিচার্জ করতে হবে আর তার পরে পরবর্তী 18 মাসে 3500 টাকার রিচার্জ করালে 1500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
Karbonn Titanium Jumbo 2 ফোনটির স্পেসিফিকেশান একাব্র দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে, যার রেজিলিউশান 1280×720 পিক্সাল। এই ফোনটিতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র্যাম যুক্ত। এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 64GB অব্দি বাড়ানো যেতে পারে।
এই ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনটিতে একটি 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম হিসাবে আছে। এই ফোনটির ব্যাটারি 4000mAh এর। আর এর রেয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।