JioPhone Prima 4G সেল শুরু, এই ছোট্ট ফোন দিয়ে হবে ভিডিও কল এবং UPI পেমেন্ট, দাম কত জানুন

JioPhone Prima 4G সেল শুরু, এই ছোট্ট ফোন দিয়ে হবে ভিডিও কল এবং UPI পেমেন্ট, দাম কত জানুন

Reliance Jio ভারতীয় বাজারে Jiophone Prima 4G লঞ্চ করেছিল এবং এখন এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ফোনের দাম এবং ফিচারের ঘোষনা করে দেওয়া হয়েছে। আসুন JioPhone Prima এর দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে জেনে নেওয়া যাক।

JioPhone Prima 4G এর দাম

দামের কথা বললে, জিওফোন প্রাইমা এর দাম 2,599 টাকা রাখা হয়েছে। এই ফোনের বিক্রি Reliance digital.in, JioMart Electronics এবং Amazon থেকে করা হবে।

আরও পড়ুন: 10,000 টাকা পর্যন্ত ছাড়ে Samsung Galaxy M34 5G কিনুন, রয়েছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা

Jiophone Prima 4G এর ফিচার এবং স্পেসিফিকেশন

JIOPHONE PRIMA
Jiophone Prima 4G

জিওফোন প্রাইমা 4G ফোনটি 2.4-ইঞ্চি স্ক্রিন সহ আসে।

প্রসেসর- নতুন জিও ফোন ARM Cortex A53 প্রসেসর সহ চালু করা হয়েছে।

RAM এবং স্টোরেজ- জিওফোন 128GB এক্সপেন্ডেবল স্টোরেজ সহ আসে। ফোনটি 512MB RAM সহ আনা হয়েছে।

ফটোগ্রাফির জন্য জিও নতুন ফোনে 0.3 ক্যামেরা দেওয়া।

JioPhone Prima 4G ফোনটি 1800mAh ব্যাটারি সাপোর্ট সহ আসে।

জিওফোনটি KaiOS অপারেটিং সিস্টামে কাজ করে।

jiophone-prima-4g
Jiophone Prima এর ফিচার এবং স্পেসিফিকেশন

আরও পড়ুন: 16GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ iQOO 12 5G Series লঞ্চ, দাম জেনে নিন কত?

JioPhone Prima এর ফিচার

জিও ফোনে JioTV, Jio Cinema, JioSaavn, JioNews মতো একাধিক অ্যাপ প্রি-ইনস্টল করা রয়েছে।

জিও ফোনটি 3.5mm অডিও জ্যাক এবং FM রেডিও সাপোর্ট সহ আনা হয়েছে।

ফোনে গুগল ম্যাপ, Facebook, WhatsApp এবং YouTube মতো 1200 অ্যাপ সাপোর্ট রয়েছে।

জিওর এই ফোনে গ্রাহকরা 23 ভাষার সাপোর্ট পাবেন।

ফোনে একটি সিঙ্গেল সিম কার্ড স্লট এবং ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A05s ফোনের নতুন ভ্যারিয়্যান্ট, দাম 13 হাজার টাকার কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo