Reliance Jio এবার তাদের দ্বিতীয় ফোন বাজারে আনতে চলেছে। এই টেলিকম সংস্থার তরফে তাদের 5G ফোন অর্থাৎ JioPhone 5G চলতি বছরের শেষের দিকেই লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। যদিও মুকেশ আম্বানির এই কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণাই করা হয়নি। যদিও ইতিমধ্যেই নানা গুজব ছড়িয়ে গিয়েছে এই ফোনের বিষয়ে।
একজন টিপস্টার এই ফোনের একাধিক জরুরি ফিচার ইতিমধ্যেই ঘোষণা করেছেন টুইটারে। অর্পিত প্যাটেল নামক এক ব্যক্তি টুইটারে এই ফোনের ছবি সহ নানা তথ্য প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা গিয়েছে এই ফোনের ডিজাইন কেমন হতে চলেছে।
অর্পিত প্যাটেলের টুইট করা পোস্ট থেকে জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে এই ফোনটি লঞ্চ করা হবে। যদিও তিনি কোনও নির্দিষ্ট দিন জানাননি। তবে এটা জানিয়েছেন যে এই ফোনটি দীপাবলি থেকে নিউ ইয়ারের মধ্যেই লঞ্চ করবে। একই সঙ্গে তিনি এই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এনেছেন জানিয়েছেন এই ফোনটির দাম 10,000 টাকার মধ্যে হবে।
অর্পিত যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে এই ফোনটি নীল রঙের। অর্থাৎ এই কোম্পানির থিম রং যা সেই রঙেই দেখা মিলেছে এই ফোনটির। এখানে একটি পিল শেপের ক্যামেরা মডিউল আছে।
তবে এই ফোনে কোন প্রসেসর থাকবে সেটা নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে JioPhone 5G তে Unisoc 5G প্রসেসর বা MediaTek Dimensity 700 প্রসেসর থাকবে।
এই ব্যক্তি আরও জানিয়েছেন যে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে, এখানে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি AI ক্যামেরা থাকবে। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সঙ্গে একটি LED ফ্ল্যাশও থাকবে।
এই ব্যক্তির ফাঁস করা তথ্য থেকে এই ফোনের ডিসপ্লের ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও সেখানে তিনি এই ফোনের ডিসপ্লে কত হবে সেটা জানাননি।
তবে সেলফি ক্যামেরার জন্য এই ফোনে ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ থাকবে। সেখানে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে। এটি পরিচালিত হবে Pragati OS এর সাহায্যে।
এই ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই ফোনে ডাউনলোড স্পিড হিসেবে 470 MBPS পাওয়া যাবে। আপাতত তিনি এই ফোনের বিষয়ে এতটুকুই জানিয়েছেন। অন্যান্য ফিচার সম্পর্কে তিনি আর কোনও তথ্য সামনে আনেননি।