আপনি কি জিওফোন কিনতে চান? তবে তা এভাবে প্রি বুক করতে পারবেন

আপনি কি জিওফোন কিনতে চান? তবে তা এভাবে প্রি বুক করতে পারবেন

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি কোম্পানির 40 তম বার্ষিক সাধারন সভায় বেশ কিছু ঘোষনা করেছে আর আজ 4G VoLTE ফোন জিওফোনও লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 15 আগস্ট থেকে কিছু বাছাই করা ইউজার্সদের জন্য ট্রোলের জন্য পাওয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

জিওফোন 24 আগস্ট থেকে প্রি বুকিং এর জন্য পাওয়া যাবে, আর এটি প্রথমে এলে প্রথমে পাবে হিসাবে সেপটেম্বর থেকে পাওয়া যাবে।

যদি আপনিও এই ফোনটি কিনতে চান তবে আপনি এই ফোনটি MyJio অ্যাপের মাধ্যমে বা রিটেল স্টোরে 24 আগস্ট থেকে প্রি বুকিং করতে পারবেন।

এই ফোনটি ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু এই ফোনটি পেতে হলে ইউজার্সকে RS. 1500 দিতে হবে যা 3 বছর পরে ফেরত পাওয়া যাবে। এটি শুধু সিকিউরিটি আপডেট। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo