টেলিকম জয়েন্ট কোম্পানি Jio তার লেটেস্ট 4G ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানি দুটি ফোন JioBharat V3 এবং JioBharat V4 ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024 (IMC) ইভেন্টে চালু করা হয়েছে। এই ফোন কম দামে হাই-কোয়ালিটি ডিভাইস চালু করে ভারতে ডিজিটাল গ্যাপকে কম করার উদ্দেশ্যে আনা হয়েছে।
জিওভারত ভি3 এবং ভি4 ফোনের দাম 1099 টাকা রাখা হয়েছে। এটি 123 টাকার সস্তা মাসিক রিচার্জ প্ল্যান সহ আসে। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 14GB ডেটা পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে ফোনটি শীঘ্রই ফিজিকল মোবাইল স্টোর এবং অনলাইন জিও মার্ট সহ Amazon সাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ Realme P1 Speed 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
ফিচারের কথা বললে, জিওভারত ভি3 এবং ভি4 ফোনের ডিজাইন আলাদা দেওয়া। ভি3 ফোনটি বেসিক ডিজাইন সহ আসে, পাশাপাশি ভি4 ফোনটি স্টাইলিশ ডিজাইন অফার করে।
কোম্পানি দাবি করছে যে দুটি মডেলে 1000mAh এর ব্যাটারি রয়েছে, যা পুরো দিন চলবে। ফোনে স্টোরেজ হিসেবে 128GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
দুটি জিও ফিচার ফোন 23 ভারতীয় ভাষা সাপোর্ট করে। জিওটিভি অ্যাপ 455 লাইভ চ্যানেল সাপোর্ট করে। এই ফিচার ফোনের বিশেষ জিনিষ হল যে এটি জিও সুটস এর সার্ভিস সহ আনা হয়েছে। শুধু তাই নয় কোম্পানি এতে জিও চ্যাট অফার করছে, যেখানে গ্রাহকরা যতখুশি আনলিমিটেড ভয়েস মেসেজ, ছবি পাঠানো এবং গ্রুপ চ্যাট করতে পারবেন।
আরও পড়ুন: 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সর Realme 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত