মাত্র ৯৯৯ টাকায় জিও 4G ফোন নিয়ে আসছে রিলায়েন্স জিও। নতুন বছরের শুরুতেই বাজারে আসবে এই ফোন।
জলের দরে ডেটার পর এবার জলের দামে স্মার্টফোন। মাত্র 999 টাকায় জিও 4G ফোন নিয়ে আসছে রিলায়েন্স জিও। নতুন বছরের শুরুতেই বাজারে আসবে এই ফোন। সংস্থা সূত্রে খবর এমনই। সেপ্টেম্বরেই রিলায়েন্স ঘোষণা করে জিও-র। আর তাতেই গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে।
তবে এই তোলপাড় যে শুধুমাত্র দেশের মানুষের মধ্যেই পড়েছে, তাই নয়। অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলির মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। কে কত কম খরচে কত বেশি ডেটা, ভয়েস কল, কলিং পরিষেবা দিতে পারে, তারই প্রতিযোগিতা চলছে। এবার সেই প্রতিযোগিতায় ফের নতুন মাত্রা যোগ করল রিলায়েন্স জিও।
এবার দেশের নানা প্রান্তে জিও-র ৪জি পরিষেবাকে ছড়িয়ে দিতে রিলায়েন্স জিও আনতে চলেছে মাত্র ৯৯৯ টাকার ৪জি ফিচার ফোন! অবাক হলেন? কিন্তু অবাক হলেও এটাই সত্যি। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, এই ফোনগুলিতে থাকবে জিও চ্যাট, লাইভ টিভি, জিও মানি ও অন্যান্য অনেক অ্যাপের সুবিধা।