রিলায়েন্স জিওর ফিচার ফোনের ইমেজ, স্পেক্স আর ফিচার্স লিক হল

Updated on 17-Jul-2017
HIGHLIGHTS

এই ফোনে 4GB ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে

রিলায়েন্স জিও আরও একবার কামাল করার জন্য তৈরি। আর এবার তাদের অস্ত্র হল তাদের ফিচার ফোন। হ্যাঁ মনে করা হচ্ছে যে 21 জুলাই রিলায়েন্স জিওর Rs. 500 দামের ফিচার ফোনটি লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে যে, যেভাবে জিও তাদের 4G পরিষেবা এনে তাক লাগিয়ে দিয়েছিল ঠিক তেমনি ভাবে এবার জিও তাদের Rs. 500 দামের 4G VoLTE ফিচার ফোনটি নিয়ে বাজারে আরও একবার একটি নতুন রেকর্ড সৃষ্টি করবে।

জিওর এই ফোনটির বিষয়ে এবার একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টটিকে TechPP নিয়ে এসেছে। এই রিপোর্ট অনুসারে জিওর ফিচার ফোনটি Lyf ব্র্যান্ডেরত সাথে বিক্রি হবে, আপনাদের বলে রাখি যে জিও তাদের Lyf ব্র্যান্ডের মাধ্যমে অনেক 4G voLTE স্মার্টফোন বিক্রি করছে। জিওর এই Rs. 500 দামের 4G VoLTE ফিচারফোনটিতে 2.4-ইঞ্চির কালার ডিসপ্লে, 512MB র‍্যাম, 4GB ইন্টারনাল স্টোরেজ থাকবে, এই স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করবে। এই ফোনের রেয়ার ক্যামেরা 2MP আর ফ্রন্ট ক্যামেরাটি VGA হবে। এটি 2000mAh ব্যাটারি যুক্ত হবে। এতে FM রেডিয়ো, ব্লুটুথ 4.1+ LE আর ভিডিও কলিং এর সুবিধা থাকবে।

সোর্সঃ  ইমেজ সোর্সঃ 

Connect On :