Reliance Jio -এর তরফে সদ্যই একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করা হল দেশে। এই লঞ্চ হওয়া ফোনটির নাম Jio Bharat 4G Phone। এই ফোন লঞ্চ করার মূল উদ্দেশ্য হল 2G MUKT Bharat তৈরি করা।
এই কোম্পানির তরফে দুটো Jio Bharat Phone -এর মধ্যে একটি লঞ্চ করা হল। Jio এই ফোনটি Karbonn -এর সঙ্গে হাত মিলিয়ে বাজারে আনল।
Reliance Jio -এর তরফে জানানো হয়েছে অন্যান্য ফোন কোম্পানি শীঘ্রই Jio Bharat প্ল্যাটফর্ম ব্যবহার করবেন তাদের ফোন বানানোর জন্য। সহজ ভাষায় বলতে গেলে আগামীতে আরও একাধিক ব্র্যান্ড Jio -এর সঙ্গে হাত মেলাবে সস্তায় ফোন আনার জন্য।
Jio Bharat Phone -এর প্রথম লটের বিক্রি শীঘ্রই শুরু হবে দেশে। এই ফোনগুলো আগামী 7 জুলাই থেকে বিক্রি শুরু হবে। প্রথম লটে 1 মিলিয়ন ফোন বিক্রি করবে Jio। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনটি গ্রাহকরা রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।
এই সদ্য লঞ্চ হওয়া Jio Bharat Phone যে কোনও সাধারণ ফিচার ফোনের মতোই দেখতে। কিন্তু এটা আদতে একটি স্মার্টফোন যেখানে 4G পরিষেবা পাওয়া যাবে। এখানে কিপ্যাড আছে। স্ক্রিনের নিচেই Bharat -এর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে এই ফোনে।
এই বিষয়ে বলে রাখা ভালো এই ফোনটির দুটো মডেল লঞ্চ হয়েছে। একটিতে Jio লেখা দেখা যাচ্ছে রিয়ার প্যানেলে। আর আরেকটি ফোনে Karbonn -এর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে ফোনের ব্যাক কভারে।
কেবল ফোন নয়, Jio -এর তরফে নতুন Jio Bharat Plan আনা হয়েছে বাজারে। এই প্ল্যান দুটোর দাম হল 123 এবং 1234 টাকা।
123 টাকার প্ল্যান: সস্তার প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট 14 GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কলের সুবিধাও থাকবে। এই প্ল্যানের বৈধতা 28 দিন।
1234 টাকার প্ল্যান: অন্যদিকে এক বছরের জন্য 1234 টাকার প্ল্যানে পাবেন মোট 168 GB ডেটা। এখানেও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যান তাঁদের জন্যই আনা হয়েছে যাঁরা এই Jio -এর ফোন কিনবেন।
Jio Bharat Phone যা অন্য কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আনা হয়েছে সেগুলোর জন্য দুটো প্ল্যান আনা হয়েছে। এই দুটো প্ল্যান হল 179 এবং 1799 টাকা।
প্রথম প্ল্যানের বৈধতা 28 দিন। আর দ্বিতীয় প্ল্যানের বৈধতা 1 বছর। এখানেও আগে উল্লিখিত প্ল্যান দুটির মতো সুবিধা পাবেন।
Jio Bharat Phone -এর সম্পর্কে আকাশ আম্বানি রিলায়েন্স জিওর চেয়ারম্যান বলেন ভারতের 250 মিলিয়ন মানুষ এখনও 2G পরিষেবাতেই আটকে আছেন। তাঁদের কাছে দ্রুত গতির পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই ফোন আনা হয়েছে।