রিলায়েন্স জিওর 4G VoLTE ফিচারফোনটি আজ লঞ্চ হতে পারে, ফোনটির ফিচার্স এরকম হতে পারে

রিলায়েন্স জিওর 4G VoLTE ফিচারফোনটি আজ লঞ্চ হতে পারে, ফোনটির ফিচার্স এরকম হতে পারে
HIGHLIGHTS

জিওর এই 4G VoLTE ফিচারফোনটির দাম Rs. 500’র কাছাকাছি হতে পারে

রিলায়েন্স জিও 4G VoLTE ফিচার ফোনটির বিষয়ে এখনও অব্দি বহু ধরনের লিক সামনে এসেছে। যেগুলি দিয়ে এই ফোনটির বিষয়ে বেহস কিছু খবর পাওয়া গেছে। আপনাদের বলে রাখি যে আজ এই 4G VoLTE ফিচার ফোনটি লঞ্চ হতে পারে। আজ কোম্পানির একটি মিটিং এর সময় এই ফোনটির কথা ঘোষনা করতে পারে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

সম্প্রতি সামনে আসা একটি রিপোর্ট অনুসারে এই ফোনটি ইন্টেক্সের তৈরি করার কথা। রিলায়েন্স জিও ইন্টেক্সের সঙ্গে এই ফোনটি বানাবার জন্য পার্টনার্শিপ করেছে। এই ডিভাইসটি এই দুটি কোম্পানি এক সঙ্গে ডেভালাপ করবে আর এটি ভারতেই তৈরি করা হবে। এই হ্যান্ডসেটটির দাম আর মার্কেটীং জিও করবে, তাও সাবসিডি মডেলের সঙ্গে, তাহলেই ফোনটির দাম কম হবে। ইন্টেক্স এর একজন অফিসার এই খবরটি ইকনমিক টাইমসে দিয়েছে।

এমনিতেও মনে করা হচ্ছে যে ইন্টেক্স এই ফোনটি একা তৈরি করবে না। ET’র রিপোর্ট অনুসারে জিও এই ফোনটি বেশ কিছু ব্র্যান্ডের লোগো যুক্ত হবে, আর এর মদ্যে কিছু ব্র্যান্ড চিনের হতে পারে।

ET’র রিপোর্ট অনুসারে, ব্রেকরোজ HSBC সম্প্রতি বলেছে যে জিওর এই 4G ফিচার ফোনটির দাম Rs. 500’র কাছাকাছি হবে। এই দামের ওপর জিও Rs 650-975’র সাবসিডি দেবে।

ভারতে 400 মিলিয়ান ফিচার ফোনের ইউজার্স আছে, এটাই মনে হচ্ছে যে জিও এই ইউজার্সদেরই টার্গেট করছে। 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo