Unihertz লঞ্চ করল বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোন

Updated on 04-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিকে জেলি নাম দেওয়া হয়েছে

সাংহাই এর টেক কোম্পানি ইউনিটার্জন বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোন বানিয়েছে. এই স্মার্টফোনটি ‘কম্বাইন পকেট সাইজ’ এর. এই স্মার্টফোনটিকে জেলি নাম দেওয়া হয়েছে. এই স্মার্টফোনটি পার্ল হোয়াইট, স্কাই ব্লু আর স্পেস ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে.

এছাড়া এই ডিভাইসটি র্যাম আর স্টোরেজের ওপর নির্ভর করে আলাদা আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে. বিশ্বের সবচেয়ে ছোট এই স্মার্টফোনে 1GB র্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টের দাম $109 অর্থাত প্রায় Rs.6,900 আর 2GB/16GB ভেরিয়ান্টের দাম $125 অর্থাত প্রায় Rs.8,000.

আরো দেখুন: সচিন তেন্ডুলকার লঞ্চ করলেন smartron srt.phone

এই স্মার্টফোনটিতে 2.45 ইঞ্চির (240×432 pixels) TFT LCD ডিসপ্লে আছে. এই ডিভাইসে 1.1GHz কোয়াড কোর প্রসেসার আছে. এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সাল আর ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের.

এই ডিভাইসে 950mAh ব্যাটারি আছে. এছাড়া এই ডিভাইসে Gyroscope, G-Sensor আর Compass আছে. কানেক্টিভিটির জন্য এই ফোনে GPS, ব্লুটুথ v4.0, and Wi-Fi 802.11 a/b/g/n আছে.

আরো দেখুন: 100 বছরের মধ্যে পৃথিবী ছেড়ে দিক মানুষ: স্টিফেন হকিংস

আরো দেখুন: HTC U 11’র ফিচার্স অনলাইন লিক হল

ইমেজ সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :