digit zero1 awards

জেন মোবাইল মাত্র ৫,০৯৯ টাকায় একটি নতুন স্মার্টফোন নিয়ে এল

জেন মোবাইল মাত্র ৫,০৯৯ টাকায় একটি নতুন স্মার্টফোন নিয়ে এল
HIGHLIGHTS

এই ডিভাইসে বেশ কিছু অ্যাপ পাওয়া যাবে

ভারতীয় স্মার্টফোন তৈরি কোম্পানি জেন মোবাইল নতুন সস্তার স্মার্টফোন ‘অ্যাডমায়ার ইউনিট’ ফোনটি ৫,০৯৯ টাকায় লঞ্চ করেছে। এই ডিভাইসের ডিসপ্লে ৫ ইঞ্চির আর তা একটি FDVGA ডিসপ্লে। এই ফোনটির রেয়ার ক্যামেরাটি ৫ মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সালের।

জেন মোবাইলের প্রধান আধিকারিক দিপেশ গুপ্তা এক যায়গায় বলেছেন যে, “ ‘অ্যাডমায়ার ইউনিটি’ ফোনটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাধারন গ্রাহকদের কাছে একদম প্রান্তীয় অঞ্চলেও পৌছাতে চাই। আর ভাষা সমস্যা দূরকরে তাদের নিজেদের পছন্দের ভাষাতে কথা বলার, এন্টারটেন্মেন্টের সঙ্গে যুক্ত করার সুবিধা দিতে চাই”।

এই ডিভাইসে গ্রাহক্রে বেশ কিছু অ্যাপ পাবে, যার মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও, গে২পে জেন স্টোর ইত্যাদি আছে। কিছু আঞ্চলিক ভাষার সঙ্গে এই স্মার্টফোনটি শুক্রবার থেকে পাওয়া যাবে।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo