itel Wish A41 স্মার্টফোন 4G VoLTE এর সঙ্গে Rs.5,480 তে হল লঞ্চ

Updated on 25-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম দুটি আলাদা আলাদা অ্যাকাউন্টে লগইন করা যাবে

চিনা কোম্পানি itel, itel Wish A41 স্মার্টফোন লঞ্চ করেছে. এই ডিভাইসে মাল্টিপেল অ্যাকাউন্ট আর স্মার্টকি ফিচার আছে. মাল্টিপেল অ্যাকাউন্ট এর মাধ্যমে কোন অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে একের থেকে বেশি অ্যাকাউন্ট এর লগইন করা যাবে.

স্মার্টকি ফিচারের মাধ্যমে ইউযার্স স্ক্রিন শট, সিঙ্গেল ক্লিকে ইমেজ ক্যাপচার করতে পারবে. Itel ইন্ডিয়ার CEO সুধীর কুমার বলেছেন যে, আমাদের লঞ্চ ভারতে দ্রুতগতির ইন্টারনেটকে বাস্তবে পরিনত করবে. আমরা আশা করছি যে itel Wish A41 র সঙ্গে ভারতের বাজারে ভাল রেসপন্স পাওয়া যাবে.

আরো দেখুন: স্ন্যাপড্র্যাগন ৪৩০ অক্টাকোর যুক্ত নোকিয়া 6 সম্পর্কে জানুন

itel Wish A41 এ 1.3 GHz কোয়াড কোর প্রসেসারের সঙ্গে 1GB র্যাম থাকছে. এছাড়া এই ডিভাইসে 8GB ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 32GB অব্দি এক্সপেন্ড করা যাবে.

এই স্মার্টফোনে 5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো তে কাজ করে. এই স্মার্টফোনে 2,400mAh ব্যাটারি আছে. এই ডিভাইসে 5 মেগাপিক্সাল অটোফোকাস রেয়ার ক্যামেরা আছে. এই স্মার্টফোনটি শ্যাম্পেন ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে.

আরো দেখুন: সাওমি Mi6 এর ভেরিয়েন্টের দাম হল লিক

আরো দেখুন: Nokia 6, Nokia 5 ও Nokia 3 স্মার্টফোন 120 একসঙ্গে লঞ্চ হবে: রিপোর্ট

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :