এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে
Itel মোবাইল ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোন দুটি হল Itel Wish A41 plus আর Itel Wish A41। এই স্মার্টফোনটি শ্যাম্পেন আর মোচা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
এই স্মার্টফোনটির দাম Rs 6,590। এই স্মার্টফোনটি একটি ডুয়াল সিম স্মার্টফোন। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই স্মার্টফোনে একটি 5 ইঞ্চির FWVGA (480×854 pixels) ডিসপ্লে আছে।
এছাড়া এই ডিভাইসে 1.3GHz কোয়াড কোর প্রসেসারও আছে। এই ডিভাইসে 2GB র্যাম আছে। এই ডিভাইসের ইন বিল্ট স্টোরেজ 16GB। এর মেমারিকে 32GB অব্দি বাড়ানো যেতে পারে।
এছাড়া এই ডিভাইসে 4G VoLTe, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, আর Micro-USB’র সঙ্গে OTG থাকবে। এছাড়া এই ডিভাইসটিতে এক্সেলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার আর প্রক্সিমিটি সেন্সার আছে।