8000 টাকার কম দামে লঞ্চ হতে পারে itel এর নতুন ফোন, Xiaomi এবং Realme কে দেবে টেক্কা

8000 টাকার কম দামে লঞ্চ হতে পারে itel এর নতুন ফোন, Xiaomi এবং Realme কে দেবে টেক্কা
HIGHLIGHTS

Itel-এর এই আপকামিং ফোনের একটি ছবিও ফাঁস হয়েছে

itel-এর এই আপকামিং ফোনে বড় 6000mAh ব্যাটারি পাওয়া যাবে

এই আইটেল ফোনের দাম 8,000 টাকার কম হবে

আইটেল (itel) ভারতের বাজারে একটি নতুন বাজেট ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Itel-এর এই আপকামিং ফোনের একটি ছবিও ফাঁস হয়েছে। এছাড়া ফোনের কিছু ফিচারও সামনে এসেছে। বলা হচ্ছে যে itel-এর এই আপকামিং ফোনে বড় 6000mAh ব্যাটারি পাওয়া যাবে এবং এছাড়াও ফোনে বড় 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকবে।

itel-এর এই আপকামিং ফোনের নাম ও মডেল নম্বর সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। এই ফোনে 18W ফাস্ট চার্জিং পাওয়া যায়। বলা হচ্ছে এই আইটেল ফোনের দাম 8,000 টাকার কম হবে। Itel-এর এই আপকামিং ফোনে একটি 6.6-ইঞ্চি HD ডিসপ্লে থাকবে। Itel সম্প্রতি হৃতিক রোশনকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।

বলে দি যে itel সম্প্রতি ট্যাবলেট সেগামেন্টে এন্ট্রি করেছে। itel ভারতে তাদের প্রথম ট্যাবলেট itel Pad 1 লঞ্চ করেছে। itel PAD 1 এর সাথে বক্সি ডিজাইন এবং রাউন্ড কর্নার দেওয়া। itel PAD 1 এর পিছনের প্যানেলে LED লাইট সহ সিঙ্গেল ক্যামেরা দেওয়া।

itel upcoming smartphone

itel PAD 1 এর দাম 12,999 টাকা রাখা হয়েছে। এটি ডিপ গ্রে ছাড়াও লাইট ব্লু কালার অপশনে কেনা যাবে। itel PAD 1 -এ 10.1-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। এছাড়া এতে স্লিম বেজেল পাওয়া যাবে। itel PAD 1 SC9863A1 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo