NEW LEAK: আইটেলের পরবর্তী ফোন শক্তিশালী ব্যাটারির সঙ্গে এই মাসে লঞ্চ হতে পারে
এই মাসে আইটেল বড় ব্যাটারি আর ফুল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে স্মার্টফোন লঞ্চ করতে পারে
স্মার্টফোন তৈরির কোম্পানি আইটেল আরও একবার নতুন স্মার্টফোন লঞ্চ করার তোরজোড় করছে। এর আগেও স্মার্টফোন কোম্পানিটি তাদের A আর S সিরিজের বেশ কটি স্মার্টফোন লঞ্চ করেছে আর ভারতের বাজারে বাজেট সেগমেন্টে নিজেদের জায়গা বানিয়েছে।
আমরা খবর পেয়েছি জে এই নতুন স্মার্টফোনটি একটি শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে আর কোম্পানি একটি টুইটের মাধ্যমে টিজারে বড় ব্যাটারির দিকে সংকেত দিয়েছে।
With itel's new smartphone, say goodbye to power banks because its mAha battery is going to last really long! #itelcelebrates4cr pic.twitter.com/YRoX6vpVjE
— itel Mobile India (@itelMobileIndia) November 15, 2018
এছাড়া লিক ইমেজ থেকে জানা গেছে যে এই ডিভাইসটি ফুল স্ক্রিন ডিসপ্লে যুক্ত হবে। আর আমরা সম্প্রতি লঞ্চ হওয়া বেশ কিছু বাজট ফোন দেখেছি যাতে কোম্পানি গুলি ফেস আনলক ফিচার তাদের ডিভাইসে দেওয়া হেয়ছে, আর ঠিক তেমনি এবার আইটেলের এই নতুন ফোনও ফেস আনলক ফিচারের সঙ্গে আসবে।
লিক ইমেজে ডিভাইসের টপ আর বটমের বেজাল দেখা গেছে। আর এখন আইটেল এই নতুন মোবাইল ফোনের নাম আর এর দামের বিষয়ে কিছু জানা যায়নি কিন্তু আসা করা হচ্ছে জে এই ফোনটি এই মাসে লঞ্চ করা হবে।