9000 টাকার কম দামে আসছে 16 জিবি RAM সহ স্মার্টফোন! ফিচার জেনে হয়ে যাবেন ফ্যান

Updated on 05-Jun-2023
HIGHLIGHTS

itel শীঘ্রই ভারতে সবচেয়ে সস্তা মোবাইল ফোন itel S23 আনতে চলেছে

itel ফোনটি ভারতে 10 জুনের মধ্যে লঞ্চ করা যেতে পারে

কোম্পানির প্রথম ফোন হবে যা 10 হাজার টাকার কম দামে 16GB RAM সহ আনা হবে

স্মার্টফোনে কোম্পানি itel শীঘ্রই ভারতে সবচেয়ে সস্তা মোবাইল ফোন itel S23 আনতে চলেছে। এটি কোম্পানির প্রথম ফোন হবে যা 10 হাজার টাকার কম দামে 16GB RAM সহ আনা হবে। লিক রিপোর্ট দাবি করা হয়েছে যে itel ফোনটি ভারতে 10 জুনের মধ্যে লঞ্চ করা যেতে পারে। এছাড়া, লিকে বলা হয়েছে যে ফোনের দাম 8000 টাকা থকে শুরু হতে পারে।

Itel S23 ফোন কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে

ফোনের স্পেসিফিকেশনের কথা বললে

আরও পড়ুন: Realme 11 Pro সিরিজের সাথে পাওয়া যাবে 4499 টাকার Realme Watch 2 Pro একদম ফ্রি! জানুন কীভাবে পাবেন এই অফার

ডিসপ্লে: ফোনে 6.6-ইঞ্চি HD Plus ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 90Hz  দেওয়া হবে।

প্রসেসর: ফোনে প্রসেসর হিসাবে কি দেওয়া হবে, সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ক্য়ামেরা: Itel S23 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের থাকতে পারে।

স্টোরেজ: ফোনে 8GB পর্যন্ত RAM থাকতে পারে, এছাড়া ফোনে 8GB ভার্চুয়াল RAM এর সাপোর্টও পাওয়া যাবে। ফোনের সাথে 128GB পর্যন্ত স্টোরেজও অফার করা হবে।

ব্যাটারি: Itel S23-এ 5,000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। ফোনে চার্জ করার জন্য USB Type-C পোর্ট সাপোর্ট থাকতে পারে।

সিকিউরিটি: ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Jio vs Airtel: জিও এর থেকে সস্তা প্ল্যান নিয়ে এল এয়ারটেল, মাত্র 49 টাকায় দিচ্ছে 6 জিবি ডেটা

লিক রিপোর্ট অনুযায়ী, ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে। আইটেল S23 ফোনটি ভারতে এই মাসে চালু করা হবে। ফোনের লঞ্চ তারিখ 7 জুন থেকে 10 জুনের কাছাকাছি হতে পারে। এই ফোনটি হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :