itel কোম্পানি ভারতীয় বাজারে দুটি নতুন স্মার্টফোন itel P55 এবং itel P55+ লঞ্চ করেছে। এই সিরিজের দুটি ফোনই পাওয়ার সিরিজে আনা হয়েছে। এই itel P55 Series বাজেট স্মার্টফোনগুলি অনলাইন এবং অফলাইন দুটি জায়গায় কেনা যাবে। লেটেস্ট ফোনের বিশেষ জিনিস হল যে নতুন দুটি ফোন 10,000 টাকার বাজেটে আনা হয়েছে।
আসুন জেনে নেওয়া যাক আইটেল P55 দুটি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার কী কী।
আইটেল P55 ফোনের দুটি মডেল আনা হয়েছে। ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 7499 টাকা রাখা হয়েছে। এতে 8GB RAM ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া। পাশাপাশি, 8GB RAM+128GB স্টোরেজ ভার্সনটি 8,999 টাকায় কেনা যাবে। এই মডেলে 16GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: iQOO Neo 9 Pro ফোনের দাম ফাঁস! 120W ফাস্ট চার্জিং সহ 22 ফেব্রুয়ারি হবে ভারতে লঞ্চ
লঞ্চ অফারের আওতায়, নতুন দুটি স্মার্টফোনেই 500 টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। এটি ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাওয়া যাবে।
Itel P55+ ফোনের দামের কথা বললে, এটি সিঙ্গেল মডেলে আনা হয়েছে- 8GB+256GB স্টোরেজ। এটি 9,499 টাকার দামে কেনা যাবে। এতে 8GB ভার্চুয়াল RAM এর সাপোর্ট দেওয়া। কোম্পানি এই ফোনেও 500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে।
এই ফোনে 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ডিভাইসে ইউনিসক T606 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া।
ফোনে আসলে 8 জিবি RAM আছে কিন্তু 16 GB ভার্চুয়াল RAM এর সাহায্যে RAM 24GB পর্যন্ত বাড়ানো যায়।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।
এই বাজেট ফোনে একটি 6.6-ইঞ্চি HD+ রেজোলিউশন ডিসপ্লে দেওয়া, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ডিভাইসে ইউনিসক T606 প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফ্রন্টে একটি 8-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
ফোনে আসলে 8GB RAM আছে কিন্তু 8GB ভার্চুয়াল র্যামের সাহায্যে RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।
আরও পড়ুন: Redmi A3 India Launch: ভারতে ভ্যালেন্টাইন ডে এর দিন আসবে রেডমি সস্তা স্মার্টফোন