9000 টাকার কমে কিনুন ভারতের সবচেয়ে সস্তা 5G Smartphone, দেদার ছাড়ে বিত্রি হচ্ছে 12GB RAM সহ ফোন

Updated on 09-Oct-2023
HIGHLIGHTS

অনলানই শপিং সাইট Amazon-এ চলছে গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল সেল

Amazon GIF 2023 sale-এ 10 হাজার টাকার কম দামের 5G Smartphone কেনা যাচ্ছে

12GB পর্যন্ত RAM রয়েছে itel P55 5G ফোনে

Amazon Great Indian Festival Sale 2023: অনলানই শপিং সাইট Amazon-এ চলছে গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল সেল। সেলে কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ। আপনি যদি 10 হাজার টাকার কম দামের 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে এই ডিল সবচেয়ে সেরা হতে পারে।

বলে দি যে ভারতে গত মাসের শেষের দিকে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন itel P55 5G লঞ্চ করা হয়েছিল। ফোনটি 9000 টাকার কম দামে কেনা যেতে পারে। 12GB পর্যন্ত RAM সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক itel P55 5G ফোনটি কত দাম এবং কী অফারে পাওয়া যাবে।

আরও পড়ুন: Jio Airtel Vi affordable Prepaid Plan: সস্তা দামে কোন রিচার্জ প্ল্যানে বেশি Data

itel P55 5G দাম এবং সেল অফার

itel P55 5G ফোনের 6GB RAM ভ্যারিয়্যান্টটি 9999 টাকায় লঞ্চ করা হয়েছে।

ফোনের 4GB RAM সহ বেস ভ্যারিয়্যান্টটি 9699 টাকায় লঞ্চ করা হয়েছে।

অফারের কথা বললে, Amazon GIF 2023 সেলে আইটেল 5G ফোনটি ব্যাঙ্ক অফারের কথা বললে ফোনটি খুব কম দামে কেনা যেতে পারে।

আপনি যদি SBI Credit Card দিয়ে কেনাকাটা করলে গ্রাহকরা 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অর্থাৎ 1000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

ব্যাঙ্ক অফারের সাথে, ফোনের টপ মডেলটি 8999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অবিশ্বাস্য ছাড়ে ব্র্যান্ডেড Gaming Laptop, এই ডিল মিস করা যাবে না

itel P55 5G এর স্পেসিফিকেশন

itel P55 5G ফোনে 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে, HD+ রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট সহ আসে।

itel P55 5G এর স্পেসিফিকেশন

স্মার্টফোনে MediaTek Dimensity 6080 চিপসেটের সাথে লঞ্চ হয়েছে।

itel P55 5G ফোনে 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ বিকল্পে আসে। এছাড়া বলে দি যে ফোনে 4GB এবং 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়েছে।

ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি এবং 18W Type C ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Upcoming Samsung Galaxy A05 and A05s: ভারতে আগামী সপ্তাহে আসছে দুটি সস্তা ফোন, লঞ্চের আগে ফাঁস হল দাম এবং ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :